পুবের কলম প্রতিবেদক : ভারতের জেলে ৪৯২৬ জন বিদেশি বন্দি রয়েছে। এই ৪৯২৬ জন বন্দির মধ্যে ১০৪০ জন এ পর্যন্ত দোষী সাব্যস্ত হয়েছে এবং বাকি ৩৪৬৭ জন বন্দিরা সারা দেশের ৩২টি কারাগারে বিচারাধীন রয়েছেন। বুধবার রাজ্যসভায় জিরো আওয়ার চলাকালীন এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার এই তথ্য জানান। তিনি আরও জানান, ১ মার্চ পর্যন্ত বিভিন্ন আইনের অধীনে ১১ জনের মতো দোষী সাব্যস্ত বিদেশি নাগরিককে সাজা ভোগ করার জন্য তাদের দেশেই ফেরত পাঠানো হয়েছে। অজয় মিশ্র বলেন, ৩১টি দেশের সঙ্গে সরকারের চুক্তি রয়েছে, যার অধীনে ভারতে দোষী সাব্যস্ত বিদেশিরা তাদের দেশে সাজা ভোগ করতে পারে।
সমাজবাদী পার্টির নেতা রেবতী রমন সিং-এর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মাদকদ্রব্য, পাসপোর্ট আইন এবং ভিসার মেয়াদ শেষ হওয়া সহ অপরাধের বিভিন্ন ধারায় ভারতীয় জেলে প্রায় ৪৯২৬ জন বিদেশি বন্দি রয়েছে। কংগ্রেস সাংসদ আনন্দ শর্মার এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, সরকার এই বিদেশিদের জন্য ১০০০টিরও বেশি আইনি সহায়তা ক্লাব তৈরি করেছে। এর মাধ্যমে বিদেশি বন্দিদের আইনি সহায়তা দেওয়া হচ্ছে। কংগ্রেস সাংসদ আনন্দ শর্মা জানতে চান, ওই বিদেশি বন্দিদের জন্য কি ফার্স্ট ট্রাক কোর্টের ব্যবস্থা আছে। যদি ওই বিদেশিরা দীর্ঘ সময় ধরে বিচারহীন থাকে তবে তাদের মুক্তি দেওয়া দরকার। মন্ত্রী জানান, সাজাপ্রাপ্ত বিদেশিদের তাদের দেশের সম্মতি পেলেই ফেরত পাঠানো যাবে।
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর এক রিপোর্টে জানানো হয়েছে, সাজাপ্রাপ্তের মতো একচ্ছত্র আধিপত্য না থাকলেও বিচারাধীন বন্দিতেও শীর্ষে রয়েছে বাংলাদেশ। এ দেশের বিভিন্ন কারাগারে দিন গুজরান করছেন বাংলাদেশের বাসিন্দারা। তার ঠিক পরেই রয়েছে নাইজেরিয়া। এ দেশের জেলে বিচার শেষ হওয়ায় অপেক্ষায় দিন কাটাচ্ছেন তারা। পড়শি নেপালের অনেক বন্দি দেশের জেলে বিচারাধীন রয়েছেন। এ ক্ষেত্রেও প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। বঙ্গের জেলে রয়েছেন ওই বিদেশি বিচারাধীন বন্দি। এনসিআরবি রিপোর্টে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানের জেলে রয়েছেন প্রায় ৫৫০ জন বন্দি রয়েছেন। দেশের রাজধানী দিল্লির জেলে বিচারাধীন বন্দির সংখ্যা ৩৮৪।