পুবের কলম, ওয়েবডেস্ক: ফের কি করোনা আতঙ্ক। প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময়ে যেভাবে করোনা আতঙ্ক ছড়িয়েছিল, এবারেও কি সেইভাবেই থাবা বসাতে চলাছে XE।
প্রথম ও দ্বিতীয় ঢেউতে স্বাদ-গন্ধ চলে গিয়েছিল। কোনও খাবারেরই স্বাদ পাচ্ছিল রোগীরা। এবারেও কি সেই একই অবস্থার সম্মুখীণ হতে হবে রোগীকে। XE উদ্বেগের কারণ নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। Covid-19-এর একটি আরও সংক্রমণযোগ্য রূপ হল XE। তবে ভারতের বিশেষজ্ঞরা জানিয়েছেন, Omicron-এর থেকে আলাদা উপসর্গ হতে পারে এই নয়া মিউট্যান্টের। গন্ধ এবং স্বাদের ক্ষতি হতে পারে এতে, যা ডেল্টা ভ্যারিয়েন্টের অন্যতম বৈশিষ্ট্য ছিল। গুজরাতে শনিবারই মিলেছে XE ভ্যারিয়েন্টের সংক্রমণ। গুজরাতের ওই কোভিড XE ভ্যারিয়েন্ট জিনোম সিকোয়েন্সিংয়ের পরীক্ষার রিপোর্ট আসবে বলে জানা গেছে।
মূলত দক্ষিণ আফ্রিকা থেকে এই ভাইরাসের আমদানি বলে জানা গেছে।
স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, যেটিকে XE Variant বলা হচ্ছে তা INSACOG-এর জিনোমিক বিশেষজ্ঞরা বিশদভাবে বিশ্লেষণ করেছেন। এবং তাঁদের অনুমান এই ভ্যারিয়েন্টের জিনোমিক গঠনটি ‘XE’-এর জিনোমিক গঠনের সঙ্গে সম্পর্কিত নয়। নতুন এই মিউট্যান্ট প্রথম ব্রিটিশ যুক্তরাজ্যে শনাক্ত হয়েছিল। XE হল COVID-19-এর Omicron BA.1 এবং BA.2-এর রিকম্বিন্যান্ট ভ্যারিয়েন্ট।
এই ভ্যারিয়েন্টের উপসর্গ হল আগের মতোই স্বাদ, গন্ধ চলে যায় আক্রান্ত রোগীর। অন্যান্য উপসর্গগুলির মধ্যে আছে জ্বর, গলা ব্যথা, গলা চুলকানি, কাশি এবং সর্দি, ত্বকের জ্বালা এবং বিবর্ণতা, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল যন্ত্রণা ইত্যাদি। যারা ডবল ডোজ নেওয়ার কারণে মারাত্মক ক্ষতির সম্ভাবনা নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে থাকতে হবে সাবধানে। ইতিমধ্যেই পাঁচটি রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্র সরকার। আঠারো উর্দ্ধদের শুরু হয়েছে বুস্টার ডোজ। এছাড়া
তিন মাসেরও কম সময় আগে ওমিক্রনে সংক্রামিত হয়েছেন দেশের অনেকেই সুতরাং তাঁদের দেহে অ্যান্টিবডি প্রতিরোধের সম্ভাবনা রয়েছে। তবে ভ্যারিয়েন্ট নিয়ে খুব বেশি আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে নিশ্চিত করেছেন বিশেষজ্ঞরা।