কৌশিক সালুই, বীরভূম: একই দিনে পর পর দুই বন্ধুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া এলাকায়। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বীরভূমের মোহাম্মদ বাজার থানার ডেউচার জামবুনি আদিবাসী পাড়ায়। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে সেবাস্তিয়ান হাঁসদা এবং চাম্পিয়ান মুরমু। দুজনেরই বয়স আনুমানিক ১৭ বছর। ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু ছিল তারা।
জানা গিয়েছে, গত মঙ্গলবার দুপুরে সেবাস্তিয়ান প্রথমে নিজের বাড়িতেই আত্মঘাতী হন গলায় দড়ি নিয়ে। এরপর সন্ধ্যার দিকে চ্যাম্পিয়নের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ওই এলাকা থেকে। স্থানীয়দের দাবি সেবাস্তিয়ান মোটরসাইকেল কেনার জন্য বাবার কাছে আবদার করেছিল। সেই মতো বাবা ব্যাংকে গিয়েছিল টাকার তুলতে। তার মধ্যেই সে আত্মঘাতী হয়ে যায়। এর মধ্যে সেবাস্তিয়ান এর আত্মঘাতী হওয়ার খবর পান চ্যাম্পিয়ন। সেই শোকে চ্যাম্পিয়ন আত্মঘাতী হয়েছে বলে দাবি প্রতিবেশীদের।
স্থানীয় বাসিন্দা শিবলাল সরেন বলেন,” সেবাস্তিয়ান বাবার কাছে মোটর বাইক আবদার করেছিল। সেইমতো পরিবারের লোক ছেলের আবদার মেটানোর ব্যবস্থাও শুরু করেছিল এর মধ্যে আত্মঘাতী হয়ে যায়। ওর আত্মঘাতী হওয়ার খবর শুনেই চ্যাম্পিয়ন আত্মঘাতী হয়েছে। বন্ধুর জন্য আর এক বন্ধুও একইভাবে আত্মহত্যার পথ বেছে নিল সেটা তাদের অন্যান্য বন্ধুদের কাছ থেকে শুনেছি”।