পুবের কলম ওয়েবডেস্ককৃষকদের তীব্র প্রতিবাদের মুখে পড়ে জমি অধিগ্রহণ স্থগিত রাখলো তেলেঙ্গানা সরকার। ওয়ারাঙ্গালে আউটার রিং রোডের সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ করার প্রক্রিয়া বাতিল করেছে। সোমবার রাতে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। ওয়ারাঙ্গল শহরের আশেপাশে ২৮টি গ্রামে জমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে কৃষকরা ক্ষোভে গর্জে ওঠেন। পৌর প্রশাসন ও নগর উন্নয়নের বিশেষ মুখ্য সচিব অরবিন্দ কুমার বলেছেন যে সরকার কাকাতিয়া আরবান ডেভেলপমেন্ট অথরিটি (KUDA) কে ৩০ এপ্রিল জারি করা বিজ্ঞপ্তিটি অবিলম্বে প্রত্যাহার করার জন্য জমির মালিকদের সম্মতি চেয়ে নির্দেশ দিয়েছে। হানমাকোন্ডা, ওয়ারাঙ্গল এবং জানগাঁও তিনটি জেলার মোট ২৮ টি গ্রামকে নিয়ে সমীক্ষার কাজ শুরু করেছিল। সরকারি এই নির্দেশের বিরুদ্ধে কৃষকরা বিক্ষোভ দেখান। জমি অধিগ্রহণের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তারা একটি জয়েন্ট অ্যাকশন কমিটিও গঠন করেন। গত সপ্তাহে তারা ওয়ারাঙ্গল-হায়দ্রাবাদ হাইওয়েতে রাস্তা অবরোধও করেন কয়েক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয় । এই বিক্ষোভকে সমর্থন করেছিল কংগ্রেস, বাম দল এবং বিজেপি।