পুবের কলম, ওয়েবডেস্ক: আফগানিস্তানে ক্রমশ থাবা চওড়া করছে তালিবান। একের পর এক প্রদেশ দখল করছে তারা। কবজায় আনছে আন্তর্জাতিক সীমান্তে থাকা শহর ও সেনাঘাঁটি। পাক-আফগানিস্তান সীমান্তে থাকা গুরুত্বপূর্ণ সেনাঘাঁটি স্পিন বলডাকেরও দখল নিয়েছে সংগঠনটি। বুধবার বিবৃতি জারি করে এমনটাই দাবি করল তালিবান। স্পিন বলডাক পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের গুরুত্বপূর্ণ সেনাঘাঁটি কারণ, আফগানিস্তানে কোনও বন্দর নেই। স্বাভাবিকভাবেই বাণিজ্য, আমদানি-রফতানি জন্য নিকটবর্তী পাকিস্তানের দক্ষিণের বন্দর শহর করাচির উপর নির্ভরশীল কাবুলিওয়ালার দেশ। আর সেই বন্দরে মালপত্র পৌঁছয় কান্দাহার প্রদেশের দক্ষিণে থাকা স্পিন বলডাক সেনাঘাঁটি পেরিয়ে। এবার সেই এলাকাই কবজা করল তালিবানরা। যাঁর অর্থ বিদেশি বাণিজ্য একপ্রকার বন্ধ হয়ে যাওয়া। পাশাপাশি দেশে পৌঁছবে না প্রয়োজনীয় সামগ্রী ও বুধবার তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ একটি ভিডিও পোস্ট করে। তাতে দেখা যায়, পাক-আফগান সীমান্তের অন্যতম গুরুত্বপূর্ণ সেনাঘাঁটির স্পিন বলডাকের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে তালিবানি যোদ্ধারা। তাদের উপস্থিতি, নির্দিষ্ঠ সাদা পতাকা, এমনকী তাদের গাড়ির আনাগোনা চোখে পড়েছে বলে জানিয়েছেন সীমান্ত লাগোয়া পাকিস্তানি শহর চমনের বাসিন্দারা। যদিও তালিবানি দখলদারির অভিযোগ অস্বীকার করেছে আফগান সরকার। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিকের দাবি, স্পিন বলডাক অঞ্চলে আফগান সরকারের অধিকার-ই রয়েছে। সেথানে তালিবানি দখলদারি নেই।