পুবের কলম, ওয়েবডেস্ক: ফের হাজিরা এড়ালেন বিজেপির সাসপেন্ডেড নেত্রী নূপুর শর্মা। রাজ্যের একাধিক থানায় নূপুর শর্মার বিরুদ্ধে তার সমন জারি হয়েছে। কলকাতার নারকেলডাঙা থানায় তার বিরুদ্ধে সমন জারি হয়। ডেকে পাঠানো হয় তাকে। কিন্তু ফের প্রাণ সংশয়ের কথা বলে হাজিরা এড়ালেন নূপূর।
নবী সা. কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মাকে সমন পাঠায় কলকাতা পুলিশ। আগামী ২০ জুন তাঁকে নারকেলডাঙা থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই হাজিরা এড়িয়ে যান নূপূর শর্মা।
নবী (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে এবার নূপুর শর্মার বিরুদ্ধে লুকআউট জারি করল কলকাতা পুলিশ। বর্তমানে বিগত কয়েক সপ্তাহ ধরেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিজেপির সাসপেন্ডেড নেত্রী নূপুর। রাজ্যের একাধিক থানায় তার বিরুদ্ধে সমন জারি করা হলেও তা প্রাণনাশের কারণ দেখিয়ে সেই সমন এড়িয়ে চলেছেন তিনি। নারকেলডাঙা ও আমহার্স্ট স্ট্রিট থানা অন্তত দু’বার তলব করা হয়েছিল তাকে। কিন্তু তিনি তা খুব সুকৌশলে এড়িয়ে যান। এবারে ফের নারকেলডাঙা থানায় হাজিরা এড়িয়ে গেলেন তিনি।
প্রসঙ্গত, নারকেলডাঙা থানায় এফআইআর-এর ভিত্তিতে জুন মাসে তাঁকে হাজিরার জন্য সমন পাঠানো হয়। কিন্তু নূপুর শর্মা নিরাপত্তা ইস্যু তুলে চার সপ্তাহ সময় চান। চার সপ্তাহ বাদে ফের সমন পাঠানো হয় তাঁকে। কিন্তু এবারেও তিনি হাজিরা এড়িয়ে যান। একইভাবে আমহার্স্ট স্ট্রিট থানাও বার দু’য়েক তলব করে বহিষ্কৃত বিজেপি নেত্রীকে। সেই হাজিরাও এড়িয়ে যান। তার পরে নূপুর শর্মার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে কলকাতা পুলিশ।
ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়েন নূপুর শর্মা। বিজেপি মুখপাত্র নূপুর শর্মাকে গোটা দেশের কাছে ক্ষমা চাইতে হবে বলে কড়া নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত।