পুবের কলম, ওয়েব ডেস্ক: অলিম্পিকে অংশ গ্রহণের জন্য সোমবার টোকিওর উদ্দেশ্যে রওনা হলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা এবং অঙ্কিতা রায়না। এই জুটি টোকিওতে টেনিসে মহিলাদের ডাবলসে অংশগ্রহণ করবেন। প্রসঙ্গত, এই নিয়ে চতুর্থবারের জন্য অলিম্পিকে নামতে চলেছেন সানিয়া। অন্যদিকে অঙ্কিতার এটি প্রথম অলিম্পিক অভিযান। টোকিও রওনা হওয়ার আগে রবিবার হায়দরাবাদে শেষ প্রস্তুতি সেরে নেন সানিয়া-অঙ্কিতা জুটি। এদিকে ভারতের আর এক টেনিস তারকা সুমিত নাগালও অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছেন। তিনি পুরুষদের সিঙ্গলসে খেলার যোগ্যতা পেয়েছেন।