কৌশিক সালুই, বীরভূম:- এগরা, বজবজের পর এবার বীরভূমের দুবরাজপুর। বোমা বিস্ফোরণে উড়ল বাড়ির একাংশ। যদিও হতাহতের কোন খবর নেই। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে বীরভূমের দুবরাজপুর থানার মধুমা গ্রাম পঞ্চায়েতের ঘোড়াপাড়া গ্রামে। ঘটনায় বাড়ির মালিক পলাতক। তার ভাইকে আটক করেছে পুলিশ। ঘটনারস্থলে বিশাল পুলিশ বোমা বিশেষজ্ঞ বাহিনী এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘোড়াপাড়া গ্রামের বাসিন্দা শেখ শফিকের একটি বাড়িতে বোমা বিস্ফোরণে বাড়ির চিলেকোঠার কংক্রিটের দেয়ালের একাংশ ভেঙে যায় এবং বাড়ির বেশ কিছু অংশে বোমা বিস্ফোরণের তীব্রতায় ফাটল দেখা গিয়েছে। ঘটনার পরই বাড়ির মালিক শেখ শফিক পলাতক। তার ভাই শেখ মরিলালকে আটক করেছে দুবরাজপুর থানা পুলিশ।
স্থানীয় বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা অভিযোগ করে বলেন,” রাজ্যে তৃণমূল ক্ষমতার আসার পর থেকেই বোমাবারুদ শিল্পে পরিণত হয়েছে। রাজ্যে যত বিস্ফোরণের ঘটনা ঘটছে সমস্ত ঘটনাতেই কোন না কোন ভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেস এর নাম জড়িয়ে থাকছে ঘটনার এম আই এ তদন্ত দাবি করছি। আগামী পঞ্চায়েত নির্বাচনে এই সমস্ত বোমা মজুদ করে রেখে ব্যবহার করা হতো। তাই প্রশাসনের কাছে দাবি করছি অবিলম্বে এই ধরনের দুষ্কৃতীমূলক কাজকর্ম বন্ধ করা হোক এবং সাধারণ মানুষের জীবন সুরক্ষিত রাখার ব্যবস্থা করা হোক”।
বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, ” একটি পরিতক্ত বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে। শাসক দলকে বদনাম করার জন্য বোমা রেখে এসে এভাবেই চক্রান্ত করছে বিরোধীরা। প্রশাসন ঘটনার প্রকৃত তদন্ত করছে। দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর মাধব মন্ডল বলেন,” একজনকে আটক করা হয়েছে। কি উদ্দেশ্যে বা কোথা থেকে এল তা সব খতিয়ে দেখছে পুলিশ”।