পুবের কলম ওয়েবডেস্কঃ করোনা পরিস্থিতি নিয়ে ৬ রাজ্যের মুখ্যমন্ত্রীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন, অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এবং কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।
দেশের অন্যান্য প্রান্তে করোনার প্রকোপ এখন অনেকটা কম হলেও এই ছটি রাজ্যে এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি সংক্রমণ। গত কয়েকদিনে নতুন করে এই মারণ ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার প্রবণতা দেখা গিয়েছে। আর সেটা নিয়েই এদিন রাজ্যগুলিকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী এই ছটি রাজ্যকে সতর্ক করে বলেছেন, “আমরা এমন একটা সময় দাঁড়িয়ে যখন করোনার তৃতীয় ধাক্কা নিয়ে আলোচনা হচ্ছে। যেসব রাজ্যের আক্রান্তের সংখ্যা বেশি তাদের আরও সক্রিয় হতে হবে। কারণ তৃতীয় ধাক্কার আশঙ্কা থাকছেই।” সংক্রমণ রুখতে এদিন কেন্দ্রের নতুন কৌশলের কথাও উল্লেখ করেন মোদি। তিনি জানান, টেস্ট, ট্র্যাক, ট্রিট এবং টিকা। এই ফর্মুলাতেই হারানো যাবে করোনাকে। দ্বিতীয় ঢেউয়ে যেভাবে বিপর্যস্ত হয়েছিল গোটা দেশ, সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তাই এই সতর্কবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।