পুবের কলম ওয়েবডেস্ক: সউদি আরবের যুবরাজ বিন সালমানকে দেশটির নতুন প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এক রাজকীয় ফরমানের মাধ্যমে তাঁর পুত্রকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করেন। সউদি প্রেস এজেন্সি জানিয়েছে, বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশে মন্ত্রিসভায় আনা রদবদলে যুবরাজকে শীর্ষ পদটি দেওয়া হয়। তবে এ নিয়োগের কোনও কারণ উল্লেখ করা হয়নি। অবশ্য যুবরাজকে প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হলেও রাষ্ট্রপ্রধান থাকছেন বাদশাহই। ফলে মন্ত্রিসভায় উপস্থিত থাকলে সভাপতির দায়িত্ব তিনিই পালন করবেন। ২০১৭ সালে বিন সালমান সউদি ক্রাউন প্রিন্স বা যুবরাজ হিসেবে মনোনীত হন। এর আগে তিনি প্রতিরক্ষামন্ত্রকের দায়িত্বে ছিলেন। যুবরাজ হওয়ার পর তার দায়িত্ব আরও বেড়ে যায়। প্রতিরক্ষা ছাড়াও গুরুত্বপূর্ণ সব মন্ত্রক যেমন- অর্থ, তেল ও স্বরাষ্ট্রসহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রক এখন তার অধীনেই। তার ওপর এখন থেকে প্রধানমন্ত্রীর দায়িত্বও পেলেন তিনি। অবশ্য যুবরাজ হওয়ার পর থেকেই বিন সালমানকে সউদির অঘোষিত শাসক মনে করা হতো। মন্ত্রিসভার নতুন রদবদলে প্রতিরক্ষামন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে যুবরাজের ছোট ভাই খালিদ বিন সালমানকে। এর আগে খালিদ উপ-প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন। অতীতে রাজপরিবার শাসিত সউদি আরবের বাদশাহরা প্রধানমন্ত্রীর দায়িত্ব নিজের কাছে রাখতেন। তবে বিন সালমান যুবরাজ হওয়ার পর থেকে অনেক কিছুতেই ধারা ভেঙেছে সউদি আরব। তারই ধারাবাহিকতায় বাদশাহর বদলে যুবরাজ হলেন সউদির প্রধানমন্ত্রী।