পুবের কলম, ওয়েবডেস্ক: আগামী ১৫ জুলাই নিজের কেন্দ্র বারাণসীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের সংসদীয় এলাকা পরিদর্শন করবেন তিনি। এছাড়াও সিগরায় রুদ্রাক্ষ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বেনারস হিন্দু ইউনিভার্সিটি বা বিএইচইউয়ের আইআইটি রাজপুতনা গ্রাউন্ডে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। করোনা বিধিনিষেধ পালন করে এই জনসভায় পাঁচ হাজার জনের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী এখান থেকে বারাণসীকে নতুন ভাবে সাজাতে প্রায় ১৫৮২.৯৮ কোটি টাকার প্রকল্পের সূচনা করবেন। এই প্রকল্পগুলির মধ্যে বিদ্যুৎ, রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা, নর্দমা ব্যবস্থা, পার্কিং, স্বাস্থ্য-সহ একটি স্মার্ট স্কুল, ধর্মীয় পর্যটন কেন্দ্র প্রমুখ। অতি দ্রুত এই প্রকল্পগুলি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
একইসঙ্গে সিগরায় রুদ্রাক্ষ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। উদ্বোধনী অনুষ্ঠানে জাপানের প্রধানমন্ত্রীও ভার্চুয়ালি উপস্থিত থাকবেন। সেখানে ২০ মিনিটের বক্তব্য রাখার কথা নরেন্দ্র মোদির। রুদ্রাক্ষ কনভেনশন সেন্টারটি জাপানের সহযোগিতায় তৈরি হয়েছে। এটি ভারত ও জাপানের সৌহার্দ্যের প্রতীক হিসাবে বিমূর্ত থাকবে বারাণসীতে। এই নিয়ে বারাণসীতে ২৪ তম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী।