পুবের কলম, ওয়েব ডেস্ক: রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদ্ম সম্মানের জন্য প্রার্থী মনোনয়নের আহ্বান জানান আপামর দেশবাসীর কাছে। ট্যুইট করে তিনি লিখেছেন, “বহু প্রতিভাবান মানুষ রয়েছেন ভারতে। যাঁরা একেবারে তৃণমূল স্তরে ব্যাতিক্রমী কাজকর্ম করে চলেছেন। বেশিরভাগ ক্ষেত্রেই তাঁরা সকলের অগোচরে থেকে যান। কেউ তাঁদের কথা জানতে পারেন না। অনুপ্রেরণা দেওয়ার মতো এমন মানুষদের কি আপনারা চেনেন? যদি তাঁদের কথা আপনার জানা থাকে তা হলে ট্যুইট করুন ‘পিপলস পদ্ম’ এই হ্যাশট্যাগ দিয়ে। ১৫ সেপ্টেম্বরের মধ্যে তাঁদের নাম জানাতে পারেন ‘পদ্ম অ্যাওয়ার্ডস ডট জিওভি ডট ইন’ -এ।”
সদ্য রদবদল হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। বেশ কিছু মন্ত্রীর নাম বাদ পড়েছে তালিকা থেক। আবার অনেক নতুন মুখও দেখা গেছে নরেন্দ্র মোদির মন্ত্রিসভায়। সমাজের গোপন হিরোদের পিপলস পদ্ম সম্মান দিতে চান প্রধানমন্ত্রী।
রাষ্ট্রীয় পদ্ম সম্মান সাধারণত জনহিতকর কাজেই দেওয়া হয়। কৃতী মানুষ ছাড়াও যারা জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন তারাও এই সম্মান পান। তবে এবারে তাকে একেবারে ভিন্ন রূপ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোভিড পরিস্থিতির মাঝেই বহু মানুষ আছেন যারা সমাজসেবায় নিজেকে নিযুক্ত করছেন কিন্তু প্রচারের আলোয় দেখা যায়নি। মূলত সেই সমস্ত হিরোদের দেশবাসীর সামনে আনতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।