পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলাদেশের রূপগঞ্জে ফলের রসের কারখানায় বিধ্বংসী আগুন লেগে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবার্তায় রাষ্ট্রপতি নিহত আত্মার শান্তি কামনা করে তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
অগ্নিকাণ্ডের অগ্নিদগ্ধ অবস্থায় বহু কর্মীর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। রাষ্ট্রপতি তাদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
অন্যদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের আত্মার প্রতি গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রসঙ্গত, ঢাকার সাজেন ফ্রুট জুস তৈরির এই কারখানাটি হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় বৃহস্পতিবার বিকেলে আগুন লাগে। কমপক্ষে মৃত্যু হয়েছে ৫২ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জখম বহু কারখানার কর্মী। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলছে তাদের।