পুবের কলম, ওয়েবডেস্ক: জ্বালানির লাগামছাড়া মূল্যবৃদ্ধির জেরে লাগাতার প্রতিবাদ চালিয়ে যাচ্ছে তৃণমূল। জেলায় জেলায় প্রতিবাদের শামিল হতে দেখা যাচ্ছে নেতা, মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে দলের কর্মীদের। এবার নদিয়াতেও দেখা গেল সেই প্রতিবাদের সুর। জ্বালানির এই মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করেই মোদি সরকারের বিরুদ্ধে সুর আরও চড়াল তৃণমূল। পথে নেমে প্রতিবাদ দেখাল শাসকদল। পেট্রোল, ডিজেল সহ রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে নিজের বিধানসভা এলাকায় সাইকেল নিয়ে ঘুরলেন পলাশিপাড়ার বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদ এর চেয়ারম্যান মানিক ভট্টাচার্য। সঙ্গে শামিল হলেন স্থানীয় তৃণমূল কর্মীরা। এখনও অপরিবর্তিত পেট্রোল ও ডিজেলের দাম।
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলন আরও তীব্র করল তৃণমূল। পথে নামলেন মন্ত্রী, বিধায়করা। কেউ গাড়ি টেনে মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন। কোথাও আবার বর-বউ সাজিয়ে গরুরগাড়িতে নিয়ে অভিনবভাবে প্রতিবাদ জানানো হচ্ছে।