নয়াদিল্লি, ১৭ জুলাই: কোভিড মোকাবিলায় আগামী ১০০ দিন গুরুত্বপূর্ণ ভারতের কাছে৷ বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের তৃতীয় তরঙ্গ শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই তা নিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার সেই কথা স্মরণ করিয়ে দিয়ে নীতি আয়োগের সদস্য ভিকে পল জানিয়েছেন, করোনা ভাইরাসের তৃতীয় তরঙ্গের দিকে এগিয়ে চলছে গোটা বিশ্ব। কিন্তু ভারতে করোনা ভাইরাসের তৃতীয় তরঙ্গকে রুখে দেওয়ার লক্ষ্যেই কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাস্থ্য মন্ত্রকের প্রেস ব্রিফিংয়ের সময় এমনটাই জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি সতর্কবার্তা দেন, তৃতীয় তরঙ্গের হাত থেকে রেহাই পেতে আগামী ১০০ দিন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, স্পেনে সাপ্তাহিক কোভিড সংক্রমণ ৬৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নেদারল্যান্ডে বেড়েছে প্রায় ৩০০ শতাংশ। থাইল্যান্ডের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। আফ্রিকার দেশগুলিতেও সংক্রমণ বেড়েছে প্রায় ৫০ শতাংশ। মায়ানমার, মালয়শিয়া আর বাংলাদেশেও ধীরে ধীরে সংক্রমণ বাড়ছে। এই অবস্থায় গোটা দেশের মানুষকে করোনাবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। মাস্ক পরা আর স্বাস্থ্যবিধি মেনে হাত ধোয়াই জনগণের মূল কাজ৷ নীতি আয়োগের সদস্য আরও জানিয়েছেন, টিকার একটি ডোজ মৃত্যুর হার ৮২ শতাংশ কমাতে সক্ষম হয়েছে। আর দুটি ডোজে মৃত্যুর হার কমবে প্রায় ৯৫ শতাংশ।
স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশের মানুষ এখনও পর্যন্ত হার্ড ইমিউনিটি গড়ে তুলতে পারেনি। তাই টিকা দেওয়া অত্যান্ত জরুরি। ৫০ শতাংশ আক্রান্তের সংখ্যা কমাতে পারে টিকা। গোটা দেশ এখনও ঝুঁকির মধ্যে পয়েছে। বর্তমানে পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে রয়েছে। এই অবস্থাই গোটা দেশকে বজায় রাখতে হবে বলেও আর্জি জানিয়েছেন তিনি। আর সেই জন্য আগামী একশো দিন গোটা দেশের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, দেশের করোনা পরিস্থিতি তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, ওড়িশা, মহারাষ্ট্র ও কেরলে অবস্থা খুব একটা ভালো নয়৷ দেশে বর্তমান করোনা আক্রান্তদের মধ্যে ৮০ শতাংশই ওইসব রাজ্যের।