পুবের কলম ওয়েবডেস্ক: কাতারের নতুন প্রধানমন্ত্রী হলেন শেখ মুহাম্মদ বিন আবদুল রহমান আল থানি। দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি নতুন প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করেন। শেখ মুহাম্মদ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ খালিদ বিন খলিফা বিন আবদুল আজিজ আল থানির স্থলাভিষিক্ত হয়েছেন। মুহাম্মদ আল থানির নাম ঘোষণা করলে মঙ্গলবার তিনি শপথ নেন। আমিরের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আমির শেখ খালিদের পদত্যাগপত্র গ্রহণ করার পর শেখ মুহাম্মদকে প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয়েছে।
আবদুল আজিজ আল থানি ২০২০ সাল থেকে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।মঙ্গলবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপস্থিতিতে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শেখ মুহাম্মদ ২০১৬ সাল থেকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
প্রধানমন্ত্রী শেখ খালিদ বিন খলিফা বিন আবদুল আজিজ আল থানি পদত্যাগ করার পর শেখ মুহাম্মদকে প্রধানমন্ত্রী নিয়োগ করলেন আমীর শেখ তামিম বিন হামাদ আল থানি। আমীরের দফতর শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানিকে স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগের কথা ঘোষণা করেছে। মন্ত্রী সভার রদবদলের অংশ হিসেবে অর্থমন্ত্রী আলী বিন আহমদ আল-কুওয়ারি ও সাদ আল-কাবিকে পুণ:নিয়োগ দান করা হয়েছে।