পুবের কলম প্রতিবেদক: চলতি মাসে পড়ুয়াদের জন্য ৭৭ হাজার নীল সাদা স্কুল পোশাক তৈরি করছে কলকাতা পুরসভা। সব পোশাকেই থাকবে ‘বিশ্ব বাংলা’ লোগো। তন্তুজের দেওয়া কাপড়ে ৬০০-র বেশি স্বনির্ভর গোষ্ঠী এই স্কুল পোশাক তৈরি করছে। মোট ২ লক্ষ পড়ুয়াদের জন্য এই ধরণের পোশাক তৈরি করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র নির্দেশে রাজ্যের সমস্ত স্কুলে হবে এক পোশাক। সেই মতোই এই স্কুল ইউনিফর্ম তৈরি করার কাজ শুরু করল কলকাতা পুরসভা। তবে এই পোশাক তৈরির কাপড় দিচ্ছে রাজ্য সরকার।
মেয়র পরিষদ সামাজিক উন্নয়ন বিভাগ মিতালী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘কলকাতার সমস্ত সরকারি স্কুলের জন্য এই মাসের শেষের দিকে নীল সাদা স্কুল ইউনিফর্ম সরবরাহ করবে কলকাতা পুরসভার অন্তর্গত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। কলকাতা পুরসভা এলাকায় মোট ২০৩৯টি স্কুল রয়েছে। এর মধ্যে ১৪৩১টি স্কুলের জন্য নীল সাদা স্কুল ইউনিফর্ম তৈরি করার কাজ চলছে। নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীদের জন্য এই পোশাক।
কলকাতা পুরসভার স্কুল রাজ্যের বিভিন্ন স্কুলের পাশাপাশি সমস্ত সরকারি স্কুলের জন্য ১, ৯৮,৯০০ পড়ুয়াদের জন্য তৈরি করা হচ্ছে এই ইউনিফর্ম। ৫৭ টি এরিয়া লেভেল ফাউন্ডেশনের অন্তর্ভুক্ত ৬২৯ টি স্বনির্ভর গোষ্ঠী কাজ করছে। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মাধ্যমে স্কুলের পোশাক তৈরি করার কাজ প্রায় ৯৫ শতাংশ হয়ে গেছে বলে জানালেন মেয়র পরিষদ সামাজিক উন্নয়ন বিভাগ মিতালী বন্দ্যোপাধ্যায়।