পুবের কলম, ওয়েবডেস্ক: শক্তিশালী হল ভারতীয় নৌ সেনা। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এল দুটি অত্যাধুনিক বহুমুখী ক্ষমতাসম্পন্ন দু’টি এমএইচ-৬০ আর মাল্টি রোল হেলিকপ্টার। যা ভারতীয় নৌ সেনার শক্তিকে আরও সমৃদ্ধ করবে বলেই সামরিক বিশেষজ্ঞদের একাংশের মত।
শুক্রবার সান দিয়েগোতে মার্কিন নৌসেনা ঘাঁটিতে এই হেলিকপ্টার ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। এই রকম মোট ২৪টি হেলিকপ্টারের আসবে ভারতীয় নৌ সেনায়। সব মিলিয়ে যার মূল্য ২৪০ কোটি মার্কিন ডলার।
এই অত্যাধুনিক কপ্টার ভারতীয় নৌ সেনার হাতে আসার পাশাপাশি, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সম্পর্ক আরও দৃঢ় হল বলে ওয়াকিফহাল মহলের একাংশের মত।