পুবের কলম, ওয়েবডেস্ক: ইতিহাসের সাক্ষী থাকল মক্কা। এবার হজে মক্কায় নিযুক্ত হলেন মহিলা নিরাপত্তারক্ষী।
জীবনে অন্য কিছু করার লক্ষ্য নিয়েই পূণ্য হজভূমিতে মহিলা নিরাপত্তারক্ষীর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন মোনা। সৌদি আরবের মহিলা নিরাপত্তারক্ষী মোনা বাবার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে দেশের সেবায় নিজেকে নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়ে মিলিটারিতে যোগ দেন। পরে মক্কায় নিরাপত্তারক্ষী হিসেবে তাঁর যোগদান। হজে প্রধানত নিরাপত্তা বিষয়টি দেখবেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু পূণ্যার্থী পবিত্র হজে আসেন। তাদের সাহায্যার্থে সর্বদাই হাজির থাকছেন মোনা। মোনা গায়ে তুলেছেন নির্দিষ্ট পোশাক। খাকি পোশাকের সঙ্গে তিনি পরেছেন লম্বা জ্যাকেট।
মোনার কথায়, ‘বাবাকে দেখে অনুপ্রাণিত হয়েছি। ছোট থেকেই অন্য ধরনের কিছু করার স্বপ্ন ছিল। হজে নিরাপত্তারক্ষীর দায়িত্ব পেয়ে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করি’।
তবে চলতি বছরে মহিলারা হজে নিরাপত্তারক্ষী হিসেবে নিযুক্ত হচ্ছেন। মোনার মতো আরও অনেকেই এই দায়িত্ব তুলে নিয়েছেন নিজের কাঁধে। সকলের কথায় এই পবিত্র হজ ভূমির দায়িত্ব পেয়ে তারা গর্বিত।
মহিলারা যে আজ আর কোনও কাজে পিছিয়ে সেই বার্তাই আরও একবার প্রমাণিত হল।