পুবের কলম, ওয়েবডেস্কঃ গত জানুয়ারিতে দেশে টিকাকরণ শুরু হলেও এখনও পর্যন্ত ১৮ বছরের কমবয়সিদের টিকাকরণ শুরু করা যায়নি। এদিকে দেশে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে এলেও তৃতীয় ঢেউয়ের ভ্রুকুটি রয়েছে। এই পরিস্থিতিতে সম্ভবত সেপ্টেম্বর থেকে ১২-১৮ বছর বয়সিদের টিকাকরণ শুরু হবে। তেমনটাই দাবি, টিকাকরণের দায়িত্বে থাকা কেন্দ্রের বিশেষজ্ঞ দলের প্রধান ড. এনকে অরোরার। তিনি জানিয়েছেন, জাইডাসের টিকা দিয়েই কমবয়সিদের টিকাকরণ করা হবে।
এখনও অবশ্য জাইডাসের টিকা অনুমোদন পায়নি। তবে অরোরার দাবি, কয়েক সপ্তাহের মধ্যেই জরুরি ব্যবহারের জন্য কেন্দ্রের অনুমোদন পেয়ে যাবে জাইডাসের টিকা। আর তারপরই দেশজুড়ে ১২-১৮ বছর বয়সিদের টিকাকরণ শুরু হয়ে যাবে। এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে এবিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, ”আমার ধারণা, আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যেই ২-১৮ বছর বয়সিদের টিকাকরণ শুরু হয়ে যাবে।”