পুবের কলম, ওয়েব ডেস্কঃ দেশের ‘এডুকেশন হাব’ কোটা যেন মৃত্যু নগরীতে পর্যবসিত হচ্ছে। ফের গলায় ফাঁস লাগিয়ে নিজেকে হত্যার করল আইআইটি জেইই পরীক্ষার্থী। এই নিয়ে রাজস্থানের এই শহরে চলতি বছরে আত্মঘাতী প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীর মোট সংখ্যা দাঁড়াল ১১।
জানা গেছে মৃত পরীক্ষার্থীর নাম আয়ুশ জয়সওয়াল (১৭)। বিহারের মতিহারি এলাকার বাসিন্দা এই যুবক পরীক্ষা প্রস্তুতির জন্য মহাবীর নগর এলাকার সম্রাট চকের কাছে পেয়িং গেস্ট হিসাবে থাকতেন। শনিবার রাত পর্যন্ত আয়ুশ তার ঘর থেকে বের না হওয়ায় তার বন্ধুরা বাড়ির মালিককে জানায়। ঘটনার কথা জানতে পেরে পুলিশ এসে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় পড়ুয়াকে উদ্ধার করে স্থানীয় নিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।