পুবের কলম, ওয়েবডেস্ক: কুকুরকে আদর করতে গিয়ে কামড়ে দেয় পড়ুয়াকে। বাড়িতে বললে মা-বাবা বকবে, এই ভয়ে সবটা লুকিয়ে রেখেছিল ১৪ বছরের কিশোর। বাড়ির ভয়ই কাল হল। জলাতঙ্কে আক্রান্ত হয়ে মৃত্যু হল শাহবাজ নামের এক কিশোরের। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের গাজিয়াবাদে। মৃত কিশোর গাজিয়াবাদের চরণ সিং কলোনির বাসিন্দা।
জানা গিয়েছে, গত এক-দেড় মাস আগে অষ্টম শ্রেণির ওই পড়ুয়াকে প্রতিবেশীর এক কুকুর কামড়েছিল। বাবা-মা’য়ের বকাবকির ভয়ে কুকুরে কামড়ের ঘটনাটি লুকিয়ে রাখে। এরপর এক এক করে জলাতঙ্কের উপসর্গ দেখা দিতে শুরু করে। হাওয়া ও জল দেখলেই আতঙ্কিত হয়ে পড়ে ওই কিশোর। ঘরের মধ্যে অন্ধকারে থাকতে শুরু করে। খাওয়া-দাওয়াও বন্ধ করে দেয়।
ছেলের অস্বাভাবিক আচরণে আতঙ্কিত হয়ে পরিবার। তাঁদের দাবি, চিকিৎসার জন্য শাহবাজকে দিল্লি এইমস, গাজিয়াবাদ, মিরাটের একাধিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সোমবার তাঁকে বুলন্দশহরে নিয়ে যাওয়া হয় আয়ুর্বেদিক চিকিৎসার জন্য। বাড়ি ফেরার সময় রাস্তাতেই মৃত্যু হয় ওই কিশোরের। অন্যদিকে, প্রতিবেশী এক মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মৃত কিশোরের পরিবার। ওই প্রতিবেশী মহিলার কুকুরটি এর আগেও কয়েকজনকে কামড়েছিল।