পুবের কলম ওয়েব ডেস্ক: রাজধানী ব্রাসিলিয়ার বিভিন্ন সরকারি ভবনে হামলার ঘটনায় ব্রাজিলের ডানপন্থী প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বলসোনারোকেও তদন্তের আওতায় আনার বিষয়ে সায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। ৮ জানুয়ারির দাঙ্গার ঘটনায় এই প্রথমবারের মতো সম্ভাব্য দায়ী ব্যক্তিদের মধ্যে প্রাক্তন প্রেসিডেন্ট বলসোনারোর নাম এসেছে। জানা যাচ্ছে, প্রসিকিউটর জেনারেলের কার্যালয়ের তরফে আরজি জানানো হয়েছিল প্রাক্তন ডানপন্থী নেতাকে এই তদন্তে অন্তর্ভুক্ত করা হোক।
এরপরই এই সিদ্ধান্ত ব্রাজিলের শীর্ষ আদালতের। প্রসঙ্গত, নির্বাচনে হার মেনে নিতে না পেরে ব্রাজিলের একাধিক প্রশাসনিক ভবনে তাণ্ডব চালায় প্রাক্তন প্রেসিডেন্টের অনুগামীরা। ব্রাজিলের পতাকা হাতে দেশের গুরুত্বপূর্ণ ভবনগুলিতে হামলা হয়। দরজা-জানলা ভেঙে সুপ্রিম কোর্ট ও সংসদ ভবনে ঢুকে সামরিক অভ্যুত্থানের দাবি জানায় উন্মত্ত জনতা। বলসোনারোর সমর্থকদের দাবি, নির্বাচনে কারচুপি করে জিতেছেন লুলা।
এই তাণ্ডবকে ফ্যাসিবাদী হামলার আখ্যা দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা। ব্রাজিলের এহেন ঘটনা মনে করিয়ে দিয়েছে মার্কিন ক্যাপিটল ভবনে হামলার ঘটনা। এর আগে এক ভিডিয়োয় গত অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন বলসোনারো। এর কয়েক দিন পরই দাঙ্গায় তাঁর ভূমিকা তদন্তের নির্দেশ দিল আদালত। সরকারি কৌঁসুলিরা বলছেন, নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার মাধ্যমে বলসোনারো অপরাধে উসকানি দিয়ে থাকতে পারেন। ভিডিয়োতে বলসোনারো দাবি করেছিলেন, ভোটে জিতে ক্ষমতায় আসেননি প্রেসিডেন্ট লুলা সিলভা। বরং সুপ্রিম কোর্ট ও ব্রাজিলের নির্বাচন কর্তৃপক্ষের পছন্দে তিনি প্রেসিডেন্ট হয়েছেন। গত রবিবারের দাঙ্গার পর ভিডিয়োটি প্রকাশ করা হয়েছিল। তবে পরে সেটি সরিয়ে নেওয়া হয়।