কৌশিক সালুই, বীরভূম :- বিয়ের জন্য পালিয়ে যাওয়া নাবালক নাবালিকাকে পরিবারের কাছে ফিরিয়ে দিল চাইল্ড লাইন এবং পুলিশ। রবিবার ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি থানার মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের নওদরী গ্রামে। বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া হবে না এই মর্মে দুই পরিবারের কাছ থেকে মুচলেখ লিখিয়ে দেওয়া হয়।
পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে নওদরি গ্রামের নাবালক নাবালিকা দুই স্কুল পড়ুয়া বাড়ি থেকে পালিয়ে যায় বিয়ে করার জন্য। দুজনেই স্থানীয় গোবিন্দপুর স্কুলের পড়ুয়া। নাবালিকা এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থী। প্রায় দিন 15 আগে ওই মাধ্যমিক পরীক্ষার্থীকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় তার থেকে কম বয়সী নাবালক। ইতিমধ্যেই নাবালিকার পরিবার এবং গ্রামবাসীরা সামাজিকভাবে বিয়ে কিংবা পাঁচ লক্ষ টাকা নাবালকের পরিবারের কাছে দাবি করে বলে অভিযোগ। ইতোমধ্যেই নাবালক এর পরিবার সিউড়ি থানায় বিষয়টি নিয়ে দ্বারস্থ হয়। এদিন চাইল্ড লাইন এবং সিউড়ি থানা যৌথ উদ্যোগ নিয়ে ওই দুই নাবালক নাবালিকা স্কুলপড়ুয়াকে উদ্ধার করে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। দুই পরিবারের অভিভাবক এর কাছ থেকে বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া হবে না সেই মর্মে মুচলেকা নেওয়া হয়। চাইল্ড লাইনের পক্ষ থেকে দেবাশীষ দাস বলেন,” দুই নাবালক নাবালিকা বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। তাদেরকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ওই দুজনের কাউন্সেলিং করা হয়েছে পাশাপাশি বয়স হলে তবেই বিয়ে হবে সেই মর্মে 2 পরিবারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে”।