সেখ কুতুবউদ্দিন
করোনা আবহে এবছর প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফল। উত্তীর্ণ পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটারে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, সাফল্যের সঙ্গে উত্তীর্ণ মাধ্যমিক পরীক্ষার্থীদের আমার আন্তরিক অভিন্দন, শুভেচ্ছা। জীবনে আরও সাফল্যে ও উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্য নিয়ে সামনের দিকে এগিয়ে যাও। সকল অভিভাবক, সাপোর্ট সিস্টেম, ও শিক্ষক-শিক্ষিকাদের আমার আন্তরিক শুভেচ্ছা’।
প্রসঙ্গত, এ বছর মাধ্যমিকে ১০০ শতাংশ পাশ করে সর্বকালীন রেকর্ড তৈরি হল। পাশাপাশি এ বার ছাত্রদের থেকে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছিল গত কযেক বছরের তুলনায় সব থেকে বেশি। করোনা পরিস্থিতির কারণে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এ বছর পরীক্ষা নেয়নি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা না দিয়ে এই প্রথম সমস্ত রেজিস্ট্রারকৃত ছাত্র ছাত্রীই পাশ করলেন মাধ্যমিক পরীক্ষায়। এদিকে রাজ্যের মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যমিকের পরীক্ষার্থীদের স্বার্থের কথা চিন্তা করে পরীক্ষা না নেওয়ার ব্যবস্থা করেন। পাশাপাশি ইচ্ছুক পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়। মঙ্গলবার সকাল ৯টায় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে মাধ্যমিকের ফল প্রকাশ করেন। ফল প্রকাশের সময় তিনি জানান– করোনার কারণে এ বছর মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি– তাই ইন্টারনাল ফরম্যাটিং ইভ্যালুয়েশন পদ্ধতিতে ছাত্রছাত্রীদের মূল্যায়ণ করা হয়েছে। পাশাপাশি ২০১৯ সালের নবম শ্রেণির দু’টি পরীক্ষায় প্রাপ্ত নম্বরও যোগ হয়েছে। যেহেতু আগের নম্বরকে গুরুত্ব দেওয়া হয়েছে– তাই এই ফলাফলে মেধাবী ছাত্র ছাত্রীদেরই বেশি নম্বর পাওয়ার সুযোগ থাকছে। কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন– গত বছর পাশের হার ছিল ৮৬.৩৪ শতাংশ। এ বছর তা বেড়ে পুরোপুরি ১০০ শতাংশ পৌছেছে।
এ বছর মেধা তালিকার প্রথম দশে কারা রয়েছে– তা জানায়নি পর্ষদ। তবে পর্ষদ জানিয়েছে– এ বছর সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৬৯৭। প্রথম স্থানাধিকারিতে রয়েছে ৭৯ জন পরীক্ষার্থী। এতেও রেকর্ড তৈরি হয়েছে। প্রথম বিভাগে পাশ করেছে ৯০ শতাংশ ছাত্রছাত্রী। আগামী বছর পরীক্ষা সম্পর্কে এদিন পর্ষদ জানিয়েছে– করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে এখন কিছু বলা সম্ভব নয়।
পরীক্ষার্থীদের কলকাতা– বর্ধমান– মেদিনীপুর– উত্তরবঙ্গ আঞ্চলিক ভিত্তিতে এই চারটি জোনে ভাগ করা হয়েছে।
এ বছর মোট ১০ লক্ষ ৭৯ হাজার ৭৪৯ জন ছাত্রছাত্রী মাধ্যমিকের পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিল। এর মধ্যে ছাত্রের সংখ্যা ছিল ৪ লক্ষ ৬৫ হাজার ৮৫০ জন ছাত্র। ছাত্রী ৬ লক্ষ ১৩ হাজার ৮৪৯ জন। ছাত্রদের তুলনায় ছাত্রী বেশি ১ লক্ষ ৪৭ হাজার ৯৯৯ জন।
ফল প্রকাশের পরই এদিন সকাল ১০টা থেকে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন এবং বয়স দিয়ে ছাত্রছাত্রীরা ফল জানতে পারছে। মার্কশিটের সঙ্গে দেওয়া হচ্ছে অ্যাডমিট কার্ড। নিম্নের ওয়েবসাইটগুলিতে ফলাফল জানা যাচ্ছে।
www.wbbse.wb.gov.in / wbresults.nic.in/ www.exametc.com / www.indiaresults.com/ www.results.shiskha.Madhyamik Results 2021 এই অ্যাপের মাধ্যমেও ফল জানতে পারবেন প্রার্থীরা।