পুবের কলম, ওয়েবডেস্কঃ রাজ্যজুড়ে বাতিল ২৪টি ট্রেন। ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি বন্ধ থাকবে ট্রেন চলাচল। ফলে সমস্যায় পড়তে পারেন যাত্রীরা। চারদিন হিজলি স্টেশনে কাল চলার জন্য এই ২৪টি ট্রেন বাতিল করা হয়েছে। দুর্ঘটনা নিয়ন্ত্রণে যাত্রী সুরক্ষার কথা মাথায় ইন্টার লকিংয়ের কাজ দ্রুত শেষ করার জন্য এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাতিল ট্রেনগুলির মধ্যে অধিকাংশই পুরী ও দক্ষিণ ভারতগামী ট্রেন।
আপ ও ডাউন শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস-(১-৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে)
আপ ও ডাউন হাওড়া-ভুবনেশ্বর জন শতাব্দী এক্সপ্রেস-(১-৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে)
আপ ও ডাউন হাওড়া-ভুবনেশ্বর জন শতাব্দী এক্সপ্রেস-(১-৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে)
আপ শালিমার-পুরী এক্সপ্রেস-(১ ও ৩ ফেব্রুয়ারি বাতিল থাকবে আপ শালিমার-পুরী এক্সপ্রেস)
ডাউন পুরী-শালিমার এক্সপ্রেস-(৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি বাতিল থাকবে)
আপ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা-(১, ২ ও ৪ ফেব্রুয়ারি বাতিল থাকবে)
ডাউন ফলকনুমা এক্সপ্রেস-(১ ও ৩ ফেব্রুয়ারি বাতিল)
আপ শালিমার-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস-(৩১ জানুয়ারি, ১ ও ৩ ফেব্রুয়ারি বাতিল)
ডাউন ইস্ট কোস্ট এক্সপ্রেস-(৩১ জানুয়ারি- ৩ ফেব্রুয়ারি)
আপ হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস-(১ ও ৫ ফেব্রুয়ারি বাতিল থাকবে)
ডাউন যশবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেস বাতিল-(৩১ জানুয়ারি ও ৩ ফেব্রুয়ারি)