কৌশিক সালুই, বীরভূম: পাথর ব্যবসার নথি বৈধ করতে সাহায্য করবে জেলা প্রশাসন। এমনই মৌখিক আশ্বাস পেয়ে বীরভূমের পাথর শিল্পের ধর্মঘট প্রত্যাহার করলেন ব্যবসায়ীরা। মঙ্গলবার জেলার পাথর মালিক সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করা হয় তারপরেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন পাথর ব্যবসায়ীরা। অবশেষে বীরভূম জেলার পাথর শিল্পের ধর্মঘট প্রত্যাহার হল বুধবার থেকে জেলা জুড়ে পাথর শিল্পাঞ্চলক কাজকর্ম স্বাভাবিক শুরু হয়ে যাবে। মঙ্গলবার জেলা প্রশাসনের সঙ্গে পাথর মালিক সমিতির বৈঠকের পর ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহারের কথা ঘোষণা করেন।
জাতীয় পরিবেশ আদালতের সিদ্ধান্তে বীরভূম জেলার পাথর শিল্পে ২০১৬ সাল থেকে অচলাবস্থা চলে আসছে। জরিমানা দিয়ে পাথর শিল্পের কাজকর্ম স্বাভাবিক চলে আসছিল। সম্প্রতি ফের জাতীয় পরিবেশ আদালতের নিযুক্ত প্রতিনিধি গণ বীরভূম জেলায় পাথর শিল্পাঞ্চলগুলি ঘুরে দেখে আদালতে রিপোর্ট দাখিল করেন। তারপরেই জাতীয় পরিবেশ আদালত এর পক্ষ থেকে জেলা প্রশাসনকে পাথর শিল্প বৈধ করার জন্য নোটিশ পাঠায়। সেই নোটিসের ভিত্তিতে বর্তমান বছরে ফের ১ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য জেলার পাথর শিল্প ধর্মঘটের ডাক দেওয়া হয়।
ফলে জেলার ১৭০০ টি পাথর ভাঙার কল এবং ২১৭টি পাথর খাদান বন্ধ হয়ে যায়। সরাসরি কয়েক লক্ষ মানুষ কার্যত বেকার হয়ে পড়েন। সামনেই উৎসবের মরশুম পাশাপাশি বর্ষাকালে অনাবৃষ্টির জন্য জেলার সিংহভাগ জমি ধান চাষ হয়নি। এই দুইয়ের জাঁতাকলে কার্যত দিশাহীন হয়ে পড়েছিলেন সংশ্লিষ্ট শিল্পের সঙ্গে যুক্ত মানুষজন। এদিন বীরভূম জেলা পাথর মালিক সমিতি জেলা প্রশাসনের সঙ্গে এক উচ্চপর্যয়ের বৈঠক করেন। সেই বৈঠকে জেলাশাসকের কাছ থেকে অবৈধ পাথর খাদানগুলির কাগজপত্র বৈধ করার সহায়তার আশ্বাস পান মৌখিকভাবে। বৈঠক শেষ করার পর ব্যবসায়ীরা নিজেরা আলোচনা করে বুধবার থেকে ফের পাথর শিল্পাঞ্চলের কাজ স্বাভাবিক করার কথা ঘোষণা করেন।
বীরভূম জেলা পাসপোর্ট মানিক সমিতির সম্পাদক কমল খান বলেন, ‘পাথরের কারবারের নথি ঠিক করার জন্য প্রশাসন যাবতীয় সহায়তা করবে এ ব্যাপারে আমরা জেলা প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে মৌখিকভাবে আশ্বাস পেয়েছি। সেই ভিত্তিতে বুধবার থেকে জেলার সমস্ত পাথর কারখানার কাজকর্ম স্বাভাবিক হবে’।