পুবের কলম ওয়েবডেস্ক: চার বছর পর ফের বিদেশ থেকে গাড়ি আমদানির সিন্ধান্ত নিল ইরান। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মন্ত্রিসভা বিদেশ থেকে গাড়ি আনার জন্য সেই দেশের সংবিধানের একটি উপধারাও সংশোধন করা হয়েছে।
রাইসি সবুজ সঙ্কেত দেওয়ার পর প্রায় চারমাস পর এই সিদ্ধান্ত কার্যকরী হতে চলেছে। রাইসির পূর্বসূরি, প্রেসিডেন্ট হাসান রুহানি, বিদেশ থেকে গাড়ি আমদানি নিষিদ্ধ করেন। শুধুমাত্র গাড়ির যন্ত্রাংশ আমদানি করা যেত। কিন্তু এখন রাইসি সরকার বিদেশ থেকে সম্পূর্ণ গাড়ি আমদানির অনুমতি দিল ।
উল্লেখ্য এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে কিছুটা হলেও স্বস্তিতে ইরানের নাগরিকরা। দেশীয় প্রযুক্তিতে তৈরি গাড়িগুলি অত্যধিক গতির জন্য বাড়ছিল দুর্ঘটনা। তাছাড়াও দেশি গাড়ির অত্যধিক দামের জন্য ইরানের জনগণের ক্রয় ক্ষমতারও বাইরে তা চলে যাচ্ছিল। তারা ঝুঁকছিলেন সস্তার চিনে গাড়ির দিকে। কিন্তু আমদানী শুল্ক আরোপ হওয়ার পর সেই গাড়ির দামও নাগালের বাইরে চলে যাচ্ছিল সেই দেশের মানুষের।
আমদানি করা গাড়ির মূল্য ২০,০০০ ইউরোর মধ্যে সীমাবদ্ধ রাখার কথা বলা হয়েছে। ১০০০০ ইউরোর কম মূল্যের গাড়ি সহ গড় ভোক্তাদের সুবিধার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।