পুবের কলম, ওয়েবডেস্ক: অগ্নিপথ নিয়ে অগ্নিগর্ভ দেশ। তবে তাতে সিদ্ধান্ত থেকে পিছু হটছে না কেন্দ্রের বিজেপি সরকার। রবিবার বায়ুসেনার তরফ থেকে অগ্নিপথ নিয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। সোমবার অগ্নিপথে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল সেনাবাহিনী। বিজ্ঞপ্তি অনুযায়ী, জুলাই মাস থেকেই শুরু হচ্ছে রেজিস্ট্রশন প্রক্রিয়া। তবে কোনও নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি।
বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে অষ্টম ও দশম শ্রেণি পাশ করেছেন, এমন যুবকরাও এতে আবেদন করতে পারবেন। মহিলারাও আবেদন করতে পারবেন বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। সামনের মাস থেকে joinindianarmy.nic.in সাইটে গিয়ে নিজেদেরকে নথিভুক্ত করতে হবে আগ্রহীদের। অগ্নিবীর-জেনারেল ডিউটি, টেকনিক্যাল, ক্লার্ক, ট্রেডসম্যান ইত্যাদি পদে আবেদন করা যাবে। অনলাইন রেজিস্ট্রেশন, বাধ্যতামূলক বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এতে স্পষ্ট করে উল্লেখ রয়েছে, চার বছর পরে অগ্নিবীরদের সার্ভিসের মেয়াদ শেষ হয়ে যাবে।
এরপর তারা কোনও পেনশন বা গ্র্যাচুইটি পাবে না। বছরে সাধারণত ৩০ দিন ছুটি দেওয়া হবে। মেডিক্যাল অ্যাডভাইসে অসুস্থতার দরুণ ছুটি মিলতে পারে। অগ্নিবীররা পারিশ্রমিক হিসেবে প্রথম বছরে পাবে মাসে ৩০ হাজার টাকা, দ্বিতীয় বছরে মাসে ৩৩ হাজার টাকা, তৃতীয় বছরে প্রতি মাসে ৩৬, ৫০০ টাকা, চতুর্থ বছরে মাসে ৪০ হাজার টাকা। আবেদন করার সময় শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ছাড়াও দিতে হবে কাস্ট সার্টিফিকেট ও রিলিজিয়ন সার্টিফিকেট। ধর্ম দেখে বাছাইয়ের ক্ষেত্রে তা কতটা নিরপেক্ষ হবে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। বিস্তারিত বিবরণ দিয়ে সেনাবাহিনী সোমবার ১৯ পাতার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপরে উল্লেখিত ওয়েবসাইটে। সেখানে গেলেই সব তথ্য জানা যাবে।