পুবের কলম, ওয়েবডেস্ক: কেন্দ্র সরকারের নির্দেশ মতো আজ থেকে শুরু বুস্টার ডোজ। প্রাপ্ত বয়স্ক, ১৮ বছরের উর্ধদের মধ্যে বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে আজ, ১৫ জুলাই থেকে। ৭৫ দিন ধরে চলবে এই কর্মসূচি। ক্রমশই কোভিড চোখ রাঙাচ্ছে, ফলে উদ্বিগ্ন কেন্দ্র সরকার। বিভিন্ন রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের চলছে বুস্টার ডোজ দেওয়া। কালীঘাটের একটি স্বাস্থ্যকেন্দ্রে চলছে বুস্টার দেওয়ার কাছ। ভ্যাকসিন নিতে সকাল থেকেই লম্বা লাইন।
আগেই বুস্টার ডোজের কথা ঘোষণা করেছিল মোদি সরকার। কিন্তু কারুর মধ্যেই বুস্টার ডোজ নিয়ে সেই রকম হেলদোল দেখা যায়নি। এদিকে তার মধ্যে বেড়ে চলেছে করোনা সংক্রমণ।
এর পরেই ‘আজাদি কা অমৃত মহোৎসব’, কে সামনে রেখে ৭৫ দিন কর্মসূচির কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। উদযাপনের অংশ হিসাবে এই কর্মসূচি নেওয়া হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, স্বাধীনতার ৭৫তম বর্ষ উপলক্ষে দেশজুড়ে বিনামূল্যে ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আজ থেকে আগামী ৭৫ দিন ধরে চলবে এই কর্মসূচি।
এখনও অবধি, ১৮-৫৯ বছর বয়সী ৭৭ কোটি জনসংখ্যার ১ শতাংশেরও কম জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে। তবে, ৬০ বছর বা তার বেশি বয়সের আনুমানিক ১৬ কোটি যোগ্য জনসংখ্যার প্রায় ২৬ শতাংশ বুস্টার ডোজ নিয়েছে। স্বাস্থ্যকর্মী, করোনা ফ্রন্টলাইন কর্মীদের এই বুস্টার ডোজ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক গত সপ্তাহে কোভিড টিকার দ্বিতীয় এবং বুস্টার ডোজের মধ্যে ব্যবধান নয় মাস থেকে কমিয়ে ছয় মাস করেছে।
ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশন সুপারিশের পরই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সরকারি তথ্য অনুযায়ী, ভারতের জনসংখ্যার ৯৬ শতাংশকে কোভিড টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে, যেখানে ৮৭ শতাংশ মানুষ উভয় ডোজই পেয়েছে। এই বছরের ১০ এপ্রিল থেকে ১৮ বছরের বেশি বয়সি সকলকে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়।
প্রথম করোনা প্রথম ও দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ যখন হু হু করে বাড়তে থাকে, ঠিক তখনই তড়িঘড়ি করোনা ভ্যাকসিন দেওয়া শুরু কেন্দ্র সরকার। টিকাকরণ অভিযান শুরু হয় গত বছরের ১৬ জানুয়ারি।
প্রথম স্বাস্থ্যকর্মী, পুলিশ, ফ্রন্টলাইন কর্মীদের প্রথমে দিয়ে টিকা দেওয়া শুরু হয়। গত বছরের ২ ফেব্রুয়ারি থেকে ফ্রন্টলাইন কর্মীদের টিকা দেওয়া শুরু হয়। গত বছরের মার্চ থেকে ৬০ বছরের বেশি বয়সি এবং ৪৫ বছরের উপরে অসুস্থদের টিকা দেওয়া শুরু হয়েছিল।
বিশেষজ্ঞদের কথায়, করোনার বিভিন্ন রকম প্রজাতি আসছে। আর ক্রমশ উদ্বেগ বাড়িয়ে তুলছে। ফলে এর থেকে নিজেদের সুরক্ষিত রাখতে এই বুস্টার ডোজ।