পুবের কলম ওয়েব ডেস্কঃ নির্ভয়া গণধর্ষণ ও হত্যার ঘটনা পার করল ১০ বছর। ২০১২ এর ১৬ ডিসেম্বর রাতে দিল্লির এক প্যারামেডিকেলের ছাত্রীকে চলন্ত বাসে গণধর্ষণ করে ছ’জন মিলে। এই ছ’জন প্রথমে ওই ছাত্রীর বন্ধুকে মেরে অজ্ঞান করে দেয়। তার পর তরুণীকে বাসের পিছনে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে । ভিতরে যখন এই চরম নির্যাতন চলছে, তখন বাসটি চলছিল রাজধানীর রাস্তায়। প্রায় এক ঘণ্টা পর নির্ভয়া ও তার বন্ধুর মৃত্যু হয়েছে ভেবে তাঁদের চলন্ত বাস থেকে ছুড়ে ফেলে দেওয়া হয় দিল্লির রাস্তায়। সেই প্রথম এমন একটি ধর্ষণের ঘটনায় গোটা দেশ উত্তাল হয়ে উঠেছিল।
এই নৃশংসতার পরে পরিবর্তন হয়েছে আইন। কিন্তু তাতে কমেছে কি মেয়েদের উপর নির্যাতন ? এই ঘটনার পর দেশের তামাম নারী সমাজের কাছে নির্ভয়া নামটি এক প্রতিবাদের প্রতীক হয়ে গিয়েছে। তবে তাতে দেশে নারী নির্যাতন কমেনি। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২১ সালে ৪ লক্ষ ২৮ হাজার ২৭৮টি নারীঘটিত অপরাধ ঘটেছে। ২০২০ সালের থেকে যা ৫৬ হাজারেরও বেশি। আর ২০১২ সালে যে বছর নির্ভয়াকে ধর্ষণ করা হয়েছিল, সে বছর সংখ্যাটি ছিল ২ লক্ষ ৪৪ হাজার ২৭০।
রাজধানী দিল্লিতে গতবছর প্রতিদিন ২ জন নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে। এনসিআরবির রেকর্ড অনুযায়ী দিল্লি মেয়েদের পক্ষে সবথেকে বিপজ্জনক মেট্রো শহর। ২০২১ সালে শুধুমাত্র দিল্লিতেই ১৩ হাজার ৮৯২টি নারীঘটিত অপরাধ হয়েছে। নারীঘটিত অপরাধের মধ্যে শুধুমাত্র ধর্ষণই ৭.৬ শতাংশ। এগুলি কেবল থানায় দায়ের হওয়া অভিযোগ । লজ্জা, অপমান ও ভয়ে পুলিশের কাছে না যাওয়ায় অপরাধের মোট পরিসংখ্যান সামনে আসছে না। নির্ভয়ার মা আশাদেবী বলেন, গত ১০ বছরে কোনও বদল আসেনি। বাবা বদ্রিনাথ সিং বলেন, আজও মেয়েরা নিরাপদ নয়। অপরাধীরা নির্ভয়েই অপরাধ করে চলেছে।