পারিজাত মোল্লা: কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে উঠে টেট বিষয়ক মামলা। ২০১৪ সালের প্রাথমিকের টেট পরীক্ষায় বিস্তর দুর্নীতির অভিযোগ রয়েছে। এবার ওই দুর্নীতি কে আমেরিকান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এর সঙ্গে তুলনা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ।
এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এমনই বিস্ফোরক দাবি করেছে সিবিআই।কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা সিবিআইয়ের দাবি,- ‘২০১৪ সালের টেট দুর্নীতি আমেরিকান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মত বড়। আগামী ১১ সেপ্টেম্বর আমরা সেই পর্দা ফাঁস করতে চাই। ওই দিন আমরা আদালতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেশ করব।’সিবিআইয়ের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, ‘দুর্নীতি যদি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মত বড় হয় তাহলে তা তো ভেঙে দেওয়া উচিত!’কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এমন দাবিকে ঘিরে জোর গুঞ্জন তৈরি হয়েছে ওয়াকিবহাল মহলে।
২০০১ সালের এই ১১ সেপ্টেম্বর বিধ্বংসী আতঙ্কবাদী আক্রমণে গুঁড়িয়ে গিয়েছিল পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। সেই সূত্র ধরেই ২০১৪ সালের এই দুর্নীতি যদি ওয়াল্ড ট্রেড সেন্টারের মতই বড় হয়ে থাকে তাহলে তাত্পর্যপূর্ণভাবে ১১ সেপ্টেম্বর সিবিআই যে তথ্য পেশ করবে তাতে এই দুর্নীতির মাথা পর্যন্ত পৌঁছানো যাবে কিনা, তা নিয়ে চর্চা শুরু হয়েছে ওয়াকিবহাল মহলে।২০১৪ সালের প্রাথমিক টেটকে কেন্দ্র করে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতের নজরদারিতেই সেই তদন্ত চলছে। এর আগে অনেকবার তদন্তে গাফিলতির জন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তোপের মুখে পড়তে হয়েছে সিবিআইকে। একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তীব্র ভর্ত্সনা করতে শোনা গিয়েছে বিচারপতিকে। এদিন সিবিআইয়ের এহেন দাবি ঘিরে আশায় বুক বাঁধছে সাধারণ চাকরিপ্রার্থীরা।