সম্বলপুর, ১৬ জুন: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই পুনরায় নিট (NEET) পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটে যে দুর্নীতি বা অনিয়ম হয়েছে তা স্বীকার করে নিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। ওড়িশার সম্বলপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ১,৫৬৩ জন প্রার্থীকে পুনরায় পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। দুই জায়গায় কিছু অনিয়ম প্রকাশ্যে এসেছে। সরকার বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে।”
এদিকে নিট দুর্নীতি নিয়ে প্রতিনিয়ত চাপ বাড়াচ্ছে বিরোধীরা। দুর্নীতির তদন্তে সিবিআই চেয়ে সরব হয়েছে কংগ্রেস। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) কোনও আধিকারিক দুর্নীতিতে যুক্ত থাকলে তাদের রেয়াত করা হবে না বলেও সাফ জানিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। তাঁর বক্তব্য, “এনটিএ-র বড় আধিকারিকরা দোষী প্রমাণিত হলে রেয়াত পাবেন না। এনটিএ-তে অনেক উন্নতি প্রয়োজন। এনিয়ে সরকার উদ্বিগ্ন। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না, কঠোরতম শাস্তি পাবে তারা।”
#WATCH | Sambalpur, Odisha: On the NEET issue, Union Education Minister Dharmendra Pradhan says, "On the recommendations of Supreme Court, the order has been given for re-test of 1,563 candidates…Some irregularities have come to light in two places. I assure students and… pic.twitter.com/yrdvdAcn4g
— ANI (@ANI) June 16, 2024
এদিকে গতকালই পরীক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্ত করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেছেন, “সবমিলিয়ে ৪৭০০-রও বেশি সেন্টারে ২৩ লক্ষের বেশী পরীক্ষার্থী নিট পরীক্ষা দিয়েছে। ১৩টি ভাষায় পরীক্ষা হয়েছে। অভিযোগ উঠেছে নির্দিষ্ট দুটি সেন্টার নিয়ে। যদি কোনও দুর্নীতি হয়ে থাকে, তবে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে। পড়ুয়াদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। সুপ্রিম কোর্টও রায় দিয়েছে। এরপরে এই নিয়ে বিভ্রান্তি থাকার কথা নয়।”