পুবের কলম প্রতিবেদক: রাজ্যে ভোট পরবর্তী অশান্তি নিয়ে ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে নালিশ ঠুকলেন বিজেপি পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি রাজ্যে সংগঠনের কাজকর্ম নিয়েও দু’জনের মধ্যে বেশ খানিকক্ষণ কথা হয়েছে। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে সাংবাদিকদের কাছে বেশি কিছু বলতে রাজি হননি শিশির অধিকারীর পুত্র। অমিতের পরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও দেখা করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন।
যদিও শুভেন্দু-অমিত সাক্ষাৎকারকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। খোঁচা দিয়ে তিনি টুইটারে লিখেছেন, ‘অমিত শাহের কাছে এলওপি (অপরিসীম সুবিধাবাদী নেতা)। ও মুখে যাই বলুক, আদি বিজেপির এক নেতা বললেন, ধমকাতে ডেকেছিল দিল্লি। যে ভাবে অন্যের কল রেকর্ডিং রেখেছে বলে পেগাসাস প্রতিষ্ঠা করেছে, তাতে ক্ষুব্ধ দিল্লি সতর্ক করে দিয়েছে। মেপে কথা বলতে বলেছে।’ বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে জানিয়ে শুভেন্দু দিল্লি গিয়েছেন কিনা সেই প্রশ্নও তুলেছেন তিনি।
সূত্রের খবর, দলের শীর্ষ নেতৃত্বের জরুরি তলব পেয়েই এদিন তড়িঘড়ি দিল্লি এসেছেন শুভেন্দু অধিকারী। রাজধানীতে নেমেই সংসদ ভবনে ছুটেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দর্শনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চেয়েও প্রবল পরাক্রমশালী নেতার সঙ্গে বৈঠকের পরে গদগদ কণ্ঠে শিশিরপুত্র বলেন, ‘বাংলায় এখনও ভোট পরবর্তী হিংসা চলছে। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। স্বরাষ্ট্রমন্ত্রীকে তা জানিয়েছি। বিষয়টি উনি দেখছেন। এ ছাড়াও বাংলার আরও কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে সে সব সংবাদমাধ্যমে বলতে পারব না।’
এবার দিল্লি সফরে নিজের ইয়েসম্যান বিজেপি বিধায়কদেরও নিয়ে এসেছেন বিজেপির পরিষদীয় দলনেতা। বিধায়কদের নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও দেখা করে ‘ভোট পরবর্তী হিংসা নিয়ে’ অভিযোগ জানানোর পরিকল্পনা রয়েছে তাঁর। সেই সঙ্গে নিজেদের এলাকায় বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প নিয়েও কেন্দ্রীয় মন্ত্রীদের দুয়ারে হত্যে দেওয়ার কথা রয়েছে তাদের।