দেবশ্রী মজুমদার, বোলপুর: ১৬ জুলাই: শান্তিনিকেতন বিশ্বভারতীর বলাকা গেটের সামনে ২ দিন ব্যাপী এসএফআই ও সান্স (SUNS) ছাত্র সংগঠন তরফে যৌথ উদ্যোগে অবস্থান বিক্ষোভে উপাচার্যকে তাড়ানোর হুঁশিয়ারি ছাত্র সংগঠন নেতৃত্ব। ছাত্র ছাত্রীদের সাসপেণ্ড প্রত্যাহার ছাড়াও কলেজ ক্যাম্পাস খোলার দাবি জানানো হয় সংগঠনের তরফে। ছাত্র সংগঠনের তরফে স্পষ্ট ভাবে বলা হয়, লাগাতার সাধারণ কর্মসূচী মধ্য দিয়ে উপাচার্যকে সর্তক করে বলা হচ্ছে ছাত্র ছাত্রীদের সাসপেণ্ড প্রত্যাহার, ক্যাম্পাস চত্বরে অগণতান্ত্রিক পদক্ষেপ বন্ধ না করলে আপানাকে ছুড়ে ফেলা হবে উপাচার্যের পদ থেকে। হুশিয়ারী দিয়ে বলা হয়, মেয়াদ শেষ হলে শহরে রাস্তা দিয়ে যাতায়াত করতে হবে তাঁকে তখন বুঝতে পারবেন ছাত্র শক্তির ধৈর্যের বাঁধ ভাঙলে কী হয়।
১৭ জুলাই চলবে এই বিক্ষিপ্ত অবস্থান কর্মসূচী। এরপর রাজ্য স্তরে নিয়ে যাবে এই আন্দোলন ভয়াবহ ভয়ঙ্কর রুপ নিতে চলছে।
বীরভূম এসএফআই ছাত্র নেতৃত্ব ওয়াসিফ একবাল বলেন, কোভিড পরিস্থিতির সহয়তা নিয়ে উপাচার্য ও রাজ্য শিক্ষা ব্যবস্থা শিকিয়ে উঠে গেছে। যেখানে শম্পিং মল রেস্তোর আর অনান্য সব কিছুই সম্ভাবিক হচ্ছে। সেখানে ২ বছরের কাছাকাছি বন্ধ। অনলাইন মধ্য দিয়ে পঠন পাঠন বঞ্চিত হচ্ছে প্রাতান্ত গ্রামের পড়ুয়ারার। এছাড়া বিশ্বভারতীর ছাত্র-ছাত্রীদের উপর চলছে অগণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করা সাসপেণ্ড। সব কিছুর জন্য আন্দোলন নেমেছি, ছাত্র সংগঠন জয়ী হবে আর উপাচার্য পরাজিত হতে বাধ্য।