পুবের কলম, ওয়েব ডেস্ক: প্রত্যাশামতই বাংলা দলের অনুশীলনে যোগ দিলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তেওয়ারি। মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনুমতি পেয়েই দলের সঙ্গে যোগ দিলেন মনোজ। এদিন সিএবি ইন্ডোরে জিমে ঘন্টাখানেক গা ঘামান তিনি। পরে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়ার সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন, একদা জাতীয় দলের হয়ে খেলা এই ক্রিকেটার। মনোজ বলেন, ‘দিদিকে অনেকদিন আগেই বলেছিলাম, আমি খেলতে চাই। দিদি তখনই সম্মতি দিয়েছিলেন। আমি সব ফরম্যাটেই মাঠে নামতে চাই। মাঠে নামলেও মন্ত্রী হিসেবে কাজ করতে কোনও অসুবিধা হবে না। মানসিক দৃঢ়তা থাকলে দুটি কাজই একসঙ্গে করা সম্ভব। আমি বাংলার হয়ে রঞ্জি ট্রফি জিততে চাই।’