পুবের কলম, ওয়েবডেস্ক: ফের ধীরে ধীরে জাঁকিয়ে বসছে মাঙ্কিপক্স। আজ দিল্লিতে আরও একজনের মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এই নিয়ে রাজধানীতে মোট আক্রান্তের সংখ্যা ৪। কেরলেও আক্রান্তের সংখ্যা ৫। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বুধবার কেন্দ্র স্বাস্থ্যমন্ত্রকের তরফে মাঙ্কিপক্স মোকাবিলায় নয়া গাইডলাইন প্রকাশ করা হয়েছে। সমস্ত পরিস্থিতি বিচার করে আগেইভাগেই সতর্ক হল রাজ্য সরকার। স্বাস্থ্য দফতরের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত এই ভাইরাসের অস্তিত্ব না পরিস্থিতি বিবেচনা করে সতর্কতা অবলম্বন করছে রাজ্য সরকার। মাঙ্কিপক্স নিয়ে নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর। করোনার মধ্যেই দেশে বাড়ছে মাঙ্কিপক্স সংক্রমণ।
স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী, কলকাতার বাইরে প্রত্যেকটি মেডিকেল কলেজকে সন্দেহভাজন মাঙ্কিপক্স আক্রান্তদের জন্য আইসোলেশন বেড-এর ব্যবস্থা করতে হবে। সংশ্লিষ্ট মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগকে প্রস্তুত থাকতে হবে। যাতে সন্দেহভাজন ব্যক্তির নমুনা সংগ্রহ করা যায়। কলকাতায় বেলেঘাটা আইডি হাসপাতালে আইসোলেশন বেডের ব্যবস্থা রয়েছে। স্কুল অফ ট্রপিকাল মেডিসিনে অবিলম্বে আইসোলেশন বেডের ব্যবস্থা করতে হবে। প্রত্যেকটি জেলার সিএমওএইচ-এর কাছে নির্দেশ দিয়ে বলা হয়েছে, জেলায় একটি হাসপাতালে মাঙ্কিপক্স আক্রান্ত বা সন্দেহভাজনদের জন্য নির্দিষ্ট আইসোলেশন বেড বেড রাখতে হবে।