দেবশ্রী মজুমদার, বোলপুর: রাজ্য সরকারের অর্থানুকূল্যে গড়ে উঠছে বৃহৎ জল প্রকল্প। ইন্দোজার্মান প্রকল্পের আওতায় এতদিন বোলপুর শহরে এতদিন পানীয় জলের চাহিদা মেটাতো বোলপুর পুরসভা। কিন্তু দিন দিন জন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পানীয় জলের চাহিদাও বেড়েছে। বর্তমানে পুরসভায় আরও দুটি ওয়ার্ড বেড়েছে। সেসব কারণেই বোলপুর শহরের জল সংকট মেটাতে উদ্যোগ নিল বোলপুর পুরসভা। ভূমি ও ভূমি সংস্কার দফরের তরফে বুধবার আনুষ্ঠানিকভাবে প্রকল্পের জমি হস্তান্তর করলো পুরসভাকে।
আগামী কয়েক মাসের মধ্যেই প্রকল্পের কাজ শুরু হবে বলে জানালেন পুরসভার প্রসাশক বোর্ডের চেয়ারপারসন পর্ণা ঘোষ । পুরসভা সূত্রে জানা গিয়েছে,প্রায় ৬ একর জমির উপর এই প্রকল্প তৈরি করা হবে। এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ১০০ কোটি টাকা।এই প্রকল্প চালু হলে বোলপুরবাসীর জল কষ্ট অনেকটাই মিটে যাবে বলে মনে করছে পুরসভা ।
বুধবার পুরসভার উৎসর্গ মঞ্চে একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ওই জল প্রকল্পের জমি ভূমি ও ভূমি সংস্কার দফতরের তরফে বোলপুর পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সনের হাতে তুলে দেওয়া হয়। বেশ কয়েকটি মৌজায় এই জল প্রকল্পটি গড়ে উঠবে। এদিনের অনুষ্ঠানে প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন ছাড়াও উপস্থিত ছিলেন বোলপুরের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সঞ্জয় রায়, পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সুকান্ত হাজরা সহ অনেকেই। পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন পর্ণা ঘোষ বলেন,, “বোলপুর শহর এমনিতেই খরা প্রবণ এলাকা। প্রায় সারা বছরই এখানকার মানুষদের জল কষ্টে ভুগতে হয়। মানুষের সেই ভোগান্তি যাতে দূর করা যায় তার জন্য আমরা এই জল প্রকল্পের উদ্যোগ নিয়েছি। আশা করি এই প্রকল্প চালু করা গেলে শহরবাসীর জল কষ্ট আগত বছরে আর থাকবে না।