পুবের কলম প্রতিবেদক: নিয়ম বর্হিভূত নিয়োগের কারণে আদালতের নির্দেশে চাকরি চলে গিয়েছে অনেকের। এর মধ্যেই এবার আদালতের নির্দেশানুসারেই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করল স্কুল সার্ভিস কমিশন। ওয়েটিং লিস্টের তালিকায় ৪০ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে এসএসসি।
স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গিয়েছে, ওয়েটিং লিস্টে যাঁদের নাম প্রকাশিত হয়েছে, আদালতের নির্দেশ মেনেই তাদের অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন হবে।