পুবের কলম, ওয়েবডেস্ক: ফের করোনা আক্রান্ত হলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধি। তিনমাসে দু’বার, ফের কোভিড আক্রান্ত কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধি। গত জুন মাসেই সোনিয়া করোনা আক্রান্ত হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। স্যর গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এর জন্য ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদ কিছুদিন পিছিয়ে দেওয়া হয়।
Congress President Smt. Sonia Gandhi has tested positive for Covid-19 today. We wish her speedy recovery and good health.
— Congress (@INCIndia) August 13, 2022
পরে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি বাড়ি ফিরে আসার পর ইডির জেরার মুখোমুখি হন তিনি। সাংসদ ও ইনচার্জ কমিউনিকেশন জয়রাম রমেশ একটি ট্যুইট করে জানিয়েছেন, ‘কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধি করোনা আক্রান্ত হয়েছেন। তার অবস্থা স্থিতিশীল। করোনা প্রোটোকল মেনে তিনি আইসোলেশনে আছেন’। কংগ্রেসের অফিসিয়াল ট্যুইটারে জানানো হয়েছে, কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধি করোনা আক্রান্ত। আমরা দ্রুত সুস্থতা কামনা করি’।
আরও পড়ুন: এক সপ্তাহে তিনবার, আজ সোনিয়া কে ফের তলব ইডির
পবন খেরা, দলীয় সাংসদ অভিষেক মনু সিংভি এবং রাজ্যসভার বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খারগে সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতা সম্প্রতি কোভিড-১৯-এ সংক্রামিত হয়েছেন। গত সপ্তাহের করোনা আক্রান্ত হন কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, সোনিয়া কন্যা প্রিয়াঙ্কা গান্ধি।