ইনামুল হক, বসিরহাটঃ বাংলা সাহিত্যে স্নাতক এর পর স্নাতকোত্তরেও প্রথম বিভাগে প্রথম হলেন সন্দেশখালির কালিনগরের কন্যাশ্রী সোহানা পারভীন। মধ্যবিত্ত পরিবারের ব্যবসায়ীর কন্যা সোহানা পারভীনের অসাধারণ সাফল্য নজর কেড়েছে এলাকাবাসীর। বাবা মহাবুবর রহমান, মা নাজমা খানম। বাবা ব্যবসায়ী। মা গৃহবধূ। বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি ১নং ব্লকের কালিনগরে। কালিনগর হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। বিজ্ঞান বিভাগের ছাত্রী হয়েও সোহানা স্নাতক স্তরে বাংলাা সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। নব বারাকপুর প্রফুল্লচন্দ্র মহাবিদ্যালয়ের বাংলা অনার্সের ছাত্রী সোহানা ২০১৯ পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হন। সম্প্রতি প্রকাশিত ফলাফলে ২০২১ এ ওই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর-এ ৭১.০৮% নম্বর সহ প্রথম বিভাগে প্রথম হয়েছেন সোহানা পারভীন। জানা গিয়েছে, প্রথম সেমেস্টার পরীক্ষা অফলাইনে হয়েছিলো। সেখানে সোহানা ৭৫ শতাংশ নম্বর পান। তারপর কোবিদ পরিস্থিতিতে তিনটি সেমেস্টার পরীক্ষা অনলাইনে হয়। সোহানা জানান, আমি বারাসাতের আত্মীয় বাড়ি থেকেই আমার পড়াশোনা এগিয়ে নিয়ে যাচ্ছি। তাদের সহযোগিতা ছাড়াও আমার এই সাফল্যের পিছনে আমার মা, বাবা এবং সমস্ত পরিবারের পাশাপাশি আমার শিক্ষকদের ভূমিকা অনেক। যে তিনজন শিক্ষকের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই তাঁরা হলেন আমার কলেজের তৌহিদ হোসেন স্যার, আমার ইউনিভার্সিটির প্রাক্তন বিভাগীয় প্রধান মোহিনীমোহন সরদার স্যার এবং বর্তমান বিভাগীয় প্রধান সোমা ভদ্র রায় ম্যাম। আমি সকলকেেই কৃতজ্ঞতা জানাই। এরপর নেট সেট পরীক্ষা দিতে চাই। আমার জীবনের লক্ষ্য অধ্যাপনার সাথে যুক্ত হওয়া। সোহানার এই সাফল্যে সন্দেশখালির কালিনগর এর পাশাপাশি সোহানা বারাসাতের যে পাড়ায় থাকেন খুশির হাওয়া সেখানেও। সোহানা অকপটে জানান, আমার পড়াশোনার এই পর্যন্ত সাফল্যের পর যা মনে হয়েছে প্রতিকূল পরিবেশ যাই আসুক মনোনিবেশ দিয়ে লেগে থাকাটাই সাফল্যের চাবিকাঠি। আমি স্বপ্নপূরণের সেই লক্ষ্যে এগোতে চাই।