পুবের কলম, ওয়েবডেস্ক: প্রতিদিনই প্রায় অপরিণত সম্পর্কের জেরে একের পর এক নৃশংস ঘটনার খবর সামনে আসছে। বেশ কয়েকমাস আগে দিল্লিতে শ্রদ্ধা ওয়ালকারের খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা দেশ। কিন্তু সেই অপরাধ শ্রদ্ধাতেই থেমে থাকেনি, তারপরেও লিভ ইন সম্পর্কের জেরে একের পর এক নৃশংস হত্যাকাণ্ড সমাজের চোখে ধরা পড়েছে। সম্প্রতি মুম্বইতে লিভ ইন পার্টনারকে কেটে টুকরো করে তার দেহ প্রেসার কুকারে সেদ্ধ করার ঘটনায় স্তম্ভিত গোটা সমাজ।
ফের আরও এক নৃশংসতা সামনে এল। এবার অভিযোগ উঠল সমাজের এক দণ্ডমুণ্ডের কর্তার বিরুদ্ধে। মন্দিরের এক পুরোহিতের হাতেই খুন হতে হল তার প্রেমিকাকে। শুধু খুন করে ক্ষান্ত থাকেননি পুরোহিত, প্রেমিকার দেহ ম্যানহোলে ফেলে দিয়ে বালি চাপা দিয়ে দেয় অভিযুক্ত। হায়দরাবাদের শামশাবাদের কাছে নারকুদা গ্রামের ঘটনা। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত পুরোহিতের নাম ভেঙ্কট সূর্য সাই কৃষ্ণ। অপ্সরা বলে একটি মেয়ের সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল তার। কিন্তু আগে থেকেই বিবাহিত ছিলেন পুরোহিত। মৃত্যুর পর তার পরিবারের তরফ থেকে পুলিশকে জানানো হয় অপ্সরা অন্তঃসত্ত্বা ছিলেন। সাই কৃষ্ণ তাকে গর্ভপাত করাতে বাধ্য করান। অপ্সরার পরিবার সূত্রে জানানো হয়েছে, অপ্সরা পুরোহিতকে বিয়ে করতে চেয়েছিলেন।
পুলিশ সূত্রে খবর, ৩০ বছর বয়সী অপ্সরা নারকুদা গ্রামের বাসিন্দা ছিলেন। একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন তিনি। ৩৬ বছরের ভেঙ্কট সূর্য সাই কৃষ্ণ বিল্ডিং ঠিকাদার হিসাবে কাজ করার পাশাপাশি সরুরনগর এলাকার বাঙ্গারু মাইসাম্মা মন্দিরে পুরোহিত ছিলেন। ২০২৩ এর মার্চে গর্ভপাত করানো হয় অপ্সরার। পুলিশ জানিয়েছে, ঘটনার দিন অপ্সরাকে সুলতানপুরীর শামশাবাদের সুলতানপল্লীতে লং ড্রাইভের লোভ দেখিয়ে নিয়ে গিয়ে খুন করে পুরোহিত।
লোহার রড দিয়ে তাকে পিটিয়ে খুন করে গাড়ির ডিকির মধ্যে লুকিয়ে রাখে সাই কৃষ্ণ। পরে সরুরনগরের মণ্ডল রাজস্ব কার্যালয়ের সামনে একটি ম্যানহোলের মধ্যে ফেলে দিয়ে বালি চাপা দিয়ে দেয় পুরোহিত সাই কৃষ্ণ। এর পর পুলিশকে বিভ্রান্ত করতে নিজেই গত ৫ জুন রাজীব গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থানায় গিয়ে অপ্সরার নামে একটি নিখোঁজের অভিযোগ দায়ের করে। অভিযোগে ‘অপ্সরা’কে নিজের ‘ভাতিজি’ বলে উল্লেখ করেছিল সাই কৃষ্ণ।
পরে পুলিশের জিজ্ঞাসাবাদের সামনে ভেঙে পড়ে অপ্সরাকে খুনের কথা স্বীকার করে নেয় সে। সিসিটিভি ফুটেজ দেখে দেহ উদ্ধার করা হয়। পরে অপ্সরার মা তার মেয়ের দেহ শনাক্ত করেন। পুরোহিত ভেঙ্কট সূর্য সাই কৃষ্ণকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ।