কৌশিক সালুই, বীরভূম দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হাতে আক্রান্ত হলেন এক ব্যবসায়ী। ব্যাপক মারধরের জেরে মাথা ফেটে যায় তার। এরপর সর্বস্ব লুট করা হয় তার কাছ থেকে। ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর থানা এলাকায়।আক্রান্ত একটি হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার তদন্তে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে হেতমপুর গ্রামের মনোমোহন চক্রবর্তী নামে এক ব্যবসায়ী দুবরাজপুরের দোকান বন্ধ করে শনিবার রাত্রিতে বাড়িতে ফিরছিলেন তার নিজের সাইকেলে চেপে।অভিযোগ আনুমানিক রাত্রি সাড়ে আটটা নাগাদ হেতমপুর রাজবাড়ী সংলগ্ন জঙ্গলের কাছে কয়েকজন দুষ্কৃতী ওই ব্যক্তিকে আটকে জঙ্গলের নির্জন স্থানে টেনে নিয়ে গিয়ে মারধর করে। পাশাপাশি বোতল দিয়ে মাথা ফাটিয়ে, তার কাছে থাকা টাকা ও সাইকেল ছিনতাই করে নিয়ে পালায়। ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করা হয় বলে জানা যায়।
গুরুতর রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে ছুটে যান দুবরাজপুর থানার পুলিস । অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। উদ্ধার হয়েছে দুষ্কৃতীদের ব্যবহৃত ধারালো অস্ত্র ও দুটি সাইকেল। আক্রান্ত ব্যবসায়ীর ভাইপো সুদীপ্ত চক্রবর্তী বলেন,” প্রতিদিনের মতো কাকা রাত্রিবেলায় দোকান বন্ধ করে সাইকেলে চেপে বাড়ি ফিরছিল। কাছে ব্যবসার টাকা সহ অন্যান্য কিছু সামগ্রী ছিল। কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী ব্যাপক মারধর করে সবকিছু কেড়ে নেয়।