পুবের কলম ওয়েবডেস্কঃ জয় দিয়ে টোকিও অলিম্পিকে নিজের অভিযান শুরু করলেন পি ভি। ভারতীয় সময় সকাল সাতটা ১০ মিনিটে কোর্টে নামেন সিন্ধু।
ব্যাডমিন্টনের ওমেনস সিঙ্গলসের প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নিলেন পিভি সিন্ধু। ইজরায়েলের পোলিকারপোভাকে স্ট্রেট গেমে উড়িয়ে দিলেন ভারতীয় তারকা। ১৩ মিনিটের লড়াইয়ে প্রথম গেম ২১-৭ পয়েন্টে জিতে নেন সিন্ধু। ১৬ মিনিটে এই শাটলার দ্বিতীয় গেম জিতে নেন ২১-১০ ব্যবধানে।
১৩ মিনিটের লড়াইয়ে প্রথম গেম ২১-৭ পয়েন্টে জিতে নেন সিন্ধু। ইজরায়েলের প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম গেমে টানা ১৩টি পয়েন্ট ঘরে তোলেন রিও অলিম্পিক্সে রুপো জয়ী ভারতীয় তারকা।