পুবের কলম, ওয়েবডেস্ক: নেপালি আদি কবি ভানুভক্তের ২০৭ তম জন্ম জয়ন্তী পালন করা হল শিলিগুড়ি পৌর কর্পোরেশন এর পক্ষ থেকে। মঙ্গলবার শিলিগুড়ি জংশন এলাকায় ভানুভক্তের মূর্তিতে পুষ্পস্তবক দিয়ে এবং মালা পরিয়ে ২০৭ তম জন্মজয়ন্তী পালিত হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির প্রশাসক বোর্ডের সদস্য রঞ্জন সরকার, অলক চক্রবর্তী, বিবেক ব্যাইদ এবং শিলিগুড়ি পৌর কর্পোরেশনের কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়া। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ককে শংকর ঘোষ এবং নান্টু পাল।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে রঞ্জন সরকার জানান, প্রতি বছরের মতো এবছর শিলিগুড়ি পৌর কর্পোরেশনের পক্ষ থেকে নেপালি কবি ভানুভক্ত জন্মজয়ন্তী পালন করা হচ্ছে। তিনি নেপালি সমাজ এবং নেপালি সাহিত্যে অবদান দিয়েছে তা যতদিন পৃথিবী থাকবে যতদিন সূর্য চাঁদ থাকবে ততদিন মানুষের মনে থাকবে। আজ একটি বিশেষ দিন যার কারণে আজ দার্জিলিং জেলাতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তিনি শুধুমাত্র কবি ছিলেন না তিনি সমাজসেবী হিসেবেও সমাজকে সব সময় ভালো পথে পরিচালনা করার চেষ্টা করেছেন। দীর্ঘদিন তিনি বিভিন্ন পিছিয়ে পড়া জাতিকে বাঁচিয়ে রাখার পক্ষে বহু কাজ করেছেন। আজকের দিনে দাঁড়িয়েও যেটা এতটাই বাস্তব এবং প্রাসঙ্গিক যে আমরা তাকে ছাড়া আমাদের জেলা এবং আমাদের রাজ্য ভাবতে পারি না।