নয়াদিল্লি, ১৮ জুলাই: রবিবার জামিয়া মিলিয়া ইসলামিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, আফগানিস্তানে নিহত পুলিৎজার পুরস্কারজয়ী সাংবাদিক দানিশ সিদ্দিকীর লাশ জামিয়া কবরস্থানে দাফন করা হবে। কবরস্থানটি সাধারণত জামিয়ার কর্মচারী, তাদের পত্নী ও শিশুদের দাফনের জন্য সংরক্ষিত৷ তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন যে সিদ্দিকীর ক্ষেত্রে ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিহত চিত্রসাংবাদিক সিদ্দিকী এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী৷ তাকে সম্মান প্রদর্শন ও আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করতেই এই সিদ্ধান্ত৷ ৩৯ বছর বয়সি সিদ্দিকী বার্তা সংস্থা রয়টার্সের হয়ে কাজ করতেন৷ জামিয়ার পিআর আহমেদ আজিম বলেন, উপাচার্য নাজমা আখতার সিদ্দিকীর পরিবারের জামিয়া কবরস্থানে তার লাশ দাফনের অনুরোধ মেনে নিয়েছেন৷ জামিয়ার সঙ্গে সিদ্দিকীর পরিবারের দীর্ঘ সম্পর্ক রয়েছে৷ তার বাবা মুহাম্মদ আক্তার সিদ্দিকী জামিয়ার প্রাক্তন অধ্যাপক ছিলেন এবং জামিয়া নগরে থাকেন। সিদ্দিকী নিজে জামিয়া স্কুল থেকে পড়াশোনা করেছেন৷ এরপর অর্থনীতিতে স্নাতক এবং মাস কমিউনিকেশনে স্নাতকোত্তরও করেছেন।
শনিবার ভিসি নাজমা আখতার সিদ্দিকীর পরিবারের কাছে গিয়ে সমবেদনা জানান। তিনি আরও বলেন, মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকসভার আয়োজন করা হবে৷ পরবর্তীতে দানিশ সিদ্দিকীর চিত্রপ্রদর্শনীও হবে বলে তিনি জানান৷