পুবের কলম, ওয়েবডেস্ক: ওয়াশিংটনের অভিজাত এলাকায় রাতের অন্ধকারে চলল গুলি। ঘটনাস্থল হোয়াইট হাউসের কাছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে হঠাৎ-ই লোগান সার্কেল এলাকার একটি মেক্সিকান রেস্তোরাঁর সামনে গুলির শব্দ পাওয়া যায়। এক আতয়ায়ী রেস্তরাঁকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে বলে অভিযোগ। ওই আততায়ী একনাগাড়ে ২০টির বেশি গুলি ছোড়ে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনায় জখম ২।
আততায়ী হঠাৎ গুলি ছুড়তে শুরু করলে হতচকিত হয়ে পড়ে রেস্তরাঁর ভিতরে থাকা কর্মী থেকে অতিথিরা। নিজেকে বাঁচাতে সকলের মধ্য হুড়োহুড়ি পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গুলি ছোড়ার পর বন্দুকধারী একটি গাড়িতে করে পালিয়ে যায়। গুলিতে দুই জখম হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আহত দুজনের মধ্যে একজন হামলার লক্ষ্য ছিলেন।
পুলিশ জানায়, গুলির ঘটনার খুব অল্প সময়ের মধ্যে তারা তৎপরতা শুরু করে। কারণ, অপর একটি গুলির ঘটনার তদন্ত করতে ওই এলাকাতেই ছিলেন তারা।
প্রসঙ্গত, সম্প্রতি ওয়াশিংটন ডিসির ন্যাশনাল পার্ক স্টেডিয়ামের বাইরে গুলি চালনার ঘটনা ঘটে। জখন হন ৪ জন। সেই স্টেডিয়ামের ভিতরে তখন খেলা চলছিল।
পরিসংখ্যান অনুযায়ী, ওয়াশিংটন ডিসিতে চলতি বছর ৪৭১টি বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে।
মার্কিন সংবিধানে নাগরিকদের অস্ত্র রাখার অধিকার দেওয়া হয়েছে। তবে অঙ্গরাজ্যগুলো নিজস্ব আইনের মাধ্যম আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ করে থাকে। যুক্তরাষ্ট্রের অধিকাংশ অঙ্গরাজ্যেই অস্ত্র ক্রয় করা সহজ। সহজে পাওয়া এসব অস্ত্র সড়কপথে এক অঙ্গরাজ্য থেকে অন্য অঙ্গরাজ্যে স্থানান্তরিত হয়।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগ্নেয়াস্ত্র সমস্যাকে আমেরিকার জাতীয় লজ্জা হিসেবে অভিহিত করে, তা নিয়ন্ত্রণে কঠোর আইন প্রণয়নের পক্ষে।