পুবের কলম, ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের বিজেপি বিরোধী মহাজোটের অন্দরে অশান্তির আঁচ যত গনগনে হচ্ছে, তত বাড়ছে বিজেপি-শিব সেনার ঘনিষ্ঠতার ইঙ্গিত। এনসিপি-কংগ্রেস যেখানে মন্ত্রিসভায় নয়া মন্ত্রক তৈরি করে অমিত শাহকে সেই মন্ত্রকে বসানোর সিদ্ধান্তের বিরোধিতা করছে, সেখানে শিব সেনা কেন্দ্রের সেই সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করল। মহারাষ্ট্রের মহাজোটের বৃহত্তম শরিক দল কেন্দ্রের সিদ্ধান্তের পাশাপাশি ব্যক্তি অমিত শাহর প্রশংসাতেও পঞ্চমুখ হল। যা নতুন করে জল্পনার সৃষ্টি করেছে।
এমনিতেই মহাজোট শিবিরে অশান্তি এখন চরমে। প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলে ইতিমধ্যেই ঘোষণা করেছেন, আগামী বিধানসভা নির্বাচনে তাঁরা একা লড়বেন। এমনকী উদ্ধব সরকার তাঁর উপর নজর রাখছে বলেও অভিযোগ করেছেন তিনি। এনসিপিও সরকারের কাজে খুব একটা সন্তুষ্ট নয়। এসবের মধ্যে আবার শিব সেনা বিজেপির ঘনিষ্ঠতা নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়ে গেল। শিব সেনার দলীয় মুখপত্র ‘সামনা’র এক সম্পাদকীয়তে অমিত শাহকে নতুন সমবায় মন্ত্রী করার সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করা হয়েছে।