পুবের কলম ওয়েবডেস্কঃ ভূপৃষ্ঠ থেকে অনেক অনেক উপরে আকাশের সীমানা শেষ করে গভীর মহাকাশ শুরু হয় যেখানে, এবার সেখানেই দেড় ঘন্টার এক সফরে শামিল হতে চলেছেন অন্ধ্রপ্রদেশের গুন্টুর এর মেয়ে শিরিষা।
এক আধুনিক প্রযুক্তি সম্পন্ন বিমানের মাধ্যমে তিনি আকাশের শেষ সীমা অতিক্রম করে সেখান থেকে মহাকাশ অভিযানে যেতে চলেছেন।তার সঙ্গে থাকবেন মার্কিন ধনকুবের রিচার্ড ব্র্যানসন এছাড়াও আরও ৪ জন।যারা সকলেও ভেসে বেড়াবেন এই সীমাহীন মহাকাশে। প্রথম ভারতীয় মহাকাশ যাত্রী কল্পনা চাউলার কথা আজও সারা বিশ্ব স্মরণে রেখেছেন সাথে মনে রেখেছেন ভারতের দ্বিতীয় মহিলা মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এর কথাও।এবার প্রথম যাত্রীবাহী মহাকাশযান এ চড়ে ইতিহাস রচনা করতে চলেছেন শিরিষা।
এই প্রথম কোনো মহাকাশযানের উৎক্ষেপন হতে চলেছে আকাশ থেকে।যা রবিবার ৬ জন কে ছুড়ে দেবে আকাশ থেকে মহাকাশে।বিমানটি নিউ মেক্সিকোর দক্ষিণ প্রান্ত থেকে উড়বে।রকেট টি কে ভূপৃষ্ঠ থেকে প্রায় ৮৮ কিলোমিটার উচ্চতায় উঠতে দেখা যাবে। শিরিষা ভারতীয় তৃতীয় মহিলা হিসাবে এই ইতিহাস গড়তে চলেছেন।