নয়াদিল্লি: উত্তর প্রদেশ এবং বিজেপিশাসিত কয়েকটি রাজ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণের পদক্ষেপ গ্রহণের পটভূমির বিরুদ্ধে কংগ্রেসের প্রবীণ নেতা শশী থারুর অভিযোগ করেছেন, বিষয়টি উত্থাপন করার পিছনে বিজেপির উদ্দেশ্য রাজনৈতিক এবং নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করাই এর উদ্দেশ্য।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর আরও বলেন, জনসংখ্যা নিয়ে বিতর্ক সম্পূর্ণ অযৌক্তিক এবং ভারতের বেশিরভাগ রাজ্যই প্রতিস্থাপনের হার অর্জন করেছে। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শশী থারুর বলেন, আগামী ২০ বছরে, ভারতের পক্ষে একটি বড় চ্যালেঞ্জ তার বয়স্ক জনগোষ্ঠীর পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে।
শশী থারুর বলেন, বিজেপি একটি ‘নির্দিষ্ট জনগোষ্ঠীকে’ টার্গেট করার জন্য সুপরিকল্পিত উদ্দেশ্য নিয়ে বিষয়টি উত্থাপন করছে। থারুরের মতে, ‘উত্তর প্রদেশ, অসম এবং লাক্ষাদ্বীপে জনসংখ্যা হ্রাসের কথা হচ্ছে, যেখানে সকলেই জানে যে তাদের উদ্দেশ্য কী। উত্তর প্রদেশ এবং অসমে জনসংখ্যা নিয়ন্ত্রণে জোর দেওয়া সম্পর্কে এক প্রশ্নের জবাবে, শশী থারুর বলেন, ‘আমাদের রাজনৈতিক ব্যবস্থায় হিন্দুত্ববাদীরা জনসংখ্যার বিষয়টি অধ্যয়ন করেনি। তাদের উদ্দেশ্য বিশুদ্ধরূপে রাজনৈতিক ও সাম্প্রদায়িক।’
সম্প্রতি বিজেপিশাসিত উত্তর প্রদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ বিলের একটি খসড়া প্রকাশ্যে এসেছে যাতে বলা হয়েছে, যাদের দুটির বেশি সন্তান রয়েছে তাদের সরকারী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হবে এবং দুই সন্তান নীতি অনুসরণকারীদের সরকারি সুবিধা প্রদান করা হবে।
সংসদের বর্ষাকালীন অধিবেশনে জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি বেসরকারী বিল আনার প্রস্তুতি নিচ্ছেন বিজেপির কিছু সংসদ সদস্য। বর্ষাকালীন অধিবেশনে কংগ্রেস ও বিরোধী পক্ষের উত্থাপিত ইস্যুগুলো সম্পর্কে জানতে চাওয়া হলে শশী থারুর বলেন, এই সরকারের ব্যর্থতা অনেক বেশি। আমাদের কাছে জনস্বার্থে উত্থাপন করার অনেক বিষয় রয়েছে।